অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হালেপ-ওজনিয়াকি

জয়ের আনন্দে ভাসছেন ওজনিয়াকিঅস্ট্রেলিয়ান ওপেন এবার নতুন রানিকে দেবে মুকুট। শিরোপার হাতছানি দিচ্ছে প্রথমবার ফাইনালে ওঠা সিমোনা হালেপ ও ক্যারোলিন ওজনিয়াকিকে।

বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে এলিস মের্টেন্সকে সরাসরি সেটে হারান ওজনিয়াকি। ডেনমার্কের এ দ্বিতীয় বাছাই ৬-৩, ৭-৬ (৭-২) গেমে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন। এর আগে ইউএস ওপেনে ২০০৯ ও ২০১৪ সালে শিরোপার লড়াইয়ে ছিলেন ওজনিয়াকি।

ফাইনালে ওঠার স্বস্তি হালেপের২৭ বছর বয়সী তারকার বিপক্ষে ফাইনাল নিশ্চিত করতে অ্যাঞ্জেলিক কেরবারকে হারান হালেপ। মেয়েদের এককের এক নম্বর জিতেছেন ৬-৩, ৪-৬, ৯-৭ গেমে। রোমানিয়ান তারকারও এটি প্রথম অস্ট্রেলিয়ান ওপেন ফাইনাল।

আগামী শনিবার শিরোপা জিতলে হালেপের কাছেই থাকবে শীর্ষ র‌্যাংকিংয়ের মর্যাদা। আর হেরে গেলে ওজনিয়াকি হবেন বিশ্বের এক নম্বর। বিবিসি