বার্সেলোনায় ১১তম শিরোপা নাদালের

atp-500-barcelona-open_94bb7ed8-4bc8-11e8-b98f-44ca1ff8ed36গত বছরের ফ্রেঞ্চ ওপেন থেকে শুরু হয়েছিল ক্লে কোর্টে রাফায়েল নাদালের রাজত্ব। রোঁলা গ্যাঁরোতে আরেকটি চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার আগেও সেটা ধরে রাখলেন স্প্যানিশ তারকা। রবিবার বার্সেলোনা ওপেনে জিতলেন ১১তম শিরোপা।

২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত টানা ৫ বার চ্যাম্পিয়ন হন নাদাল। এরপর ২০১১ থেকে টানা তিনবার শিরোপা হাতে নেন। এই কোর্টে আবারও টানা তিনটি শিরোপা জিতলেন ২০১৬ সাল থেকে।  

রবিবার গ্রিক তরুণ স্টেফানোস তিতিপাসকে ৬-২, ৬-১ গেমে হারান নাদাল। কয়েক দিন আগে মন্টে কার্লো মাস্টার্সেও ১১তম শিরোপা হাতে নিয়েছিলেন তিনি। এবার বার্সেলোনাতেও ‘উনদেসিমো’ জিতলেন ৩১ বছর বয়সী।

সেমিফাইনালে আগের দিন ৪০০তম ক্লে কোর্ট ম্যাচ জিতে ফাইনালে উঠেছিলেন নাদাল। ১৯ বছর বয়সী প্রতিপক্ষের বিপক্ষে দুই ব্রেক পয়েন্টে প্রথম সেট তিনি জেতেন ৪০ মিনিটে। ১৯৭৩ সালের পর প্রথম গ্রিক হিসেবে এটিপি ফাইনালে ওঠা তিতিপাস প্রথমবার নাদালকে প্রতিপক্ষ কোর্টে পেয়ে অসহায় আত্মসমর্পণ করেছেন। ৭৭ মিনিটে শেষ হয়েছে লড়াই।

এনিয়ে টানা ১৯ ম্যাচ জিতলেন নাদাল। আর ক্লে কোর্টে টানা ৪৬ সেট। সমৃদ্ধশালী ক্যারিয়ারে ৭৭তম শিরোপার স্বাদ পেলেন শীর্ষ র‌্যাংকিং তারকা। ক্লে কোর্টে এটি ছিল তার ৫৫তম শিরোপা। আরেকটি ‘১১’র অপেক্ষায় আছেন নাদাল। গত বছর ফরাসি ওপেনে দশম শিরোপা জিতেছিলেন তিনি। আগামী ২১ মে থেকে শুরু হওয়া এই গ্র্যান্ড স্লামেও তার চোখ থাকবে শ্রেষ্ঠত্ব ধরে রাখায়। বিবিসি