মাদ্রিদে হেরে শীর্ষস্থানও হারালেন নাদাল

থিয়েমের কাছে হেরে বিদায় নিলেন নাদালগত বছর ইতালিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে ডোমিনিক থিয়েমের কাছে হারার পর থেকে ক্লে কোর্টে অজেয় ছিলেন রাফায়েল নাদাল। টানা ৫০ সেট জিতে মাদ্রিদ ওপেনের শেষ ষোলোতে রেকর্ড ভেঙেছিলেন তিনি। কিন্তু ৩৫৭ দিন পর সেই অস্ট্রিয়ান প্রতিদ্বন্দ্বী থিয়েমের কাছেই কাঁদামাটির কোর্টে রাজত্ব হারালেন নাদাল।

শুক্রবার মাদ্রিদ ওপেনের কোয়ার্টার ফাইনালে ৭-৫, ৬-৩ গেমে হেরে বিদায় নিলেন স্প্যানিশ তারকা। ২০১৭ সালের মেতে ইতালিয়ান ওপেনে এই থিয়েমের কাছেই ছিল ক্লে কোর্টে তার সবশেষ হার। তারপর এই কোর্টে টানা ২১ ম্যাচ আর কেউ হারাতে পারেনি নাদালকে।

নাদালের এই হারে রজার ফেদেরার ফিরছেন শীর্ষে। অথচ ২৪ মার্চ থেকে কোনও ম্যাচই খেলেননি সুইস তারকা। সোমবার প্রকাশ হতে যাওয়া নতুন র‌্যাংকিংয়ে নাদাল পয়েন্ট হারানোয় ফেদেরার হবেন এক নম্বর।

পাঁচবারের মাদ্রিদ চ্যাম্পিয়ন নাদাল এদিন সেরা ফর্মে ছিলেন না। দুই সেটে তার আনফোর্সড এরর ছিল ২৯টি। তার প্রতিদ্বন্দ্বী থিয়েম ছিলেন এগিয়ে।

সেমিফাইনালে থিয়েম লড়বেন দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনকে। বিবিসি