রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিসে ভারত-চীনের জয়জয়কার

ট্রফি হাতে চ্যাম্পিয়ন খেলোয়াড়রাঢাকার পর রাজশাহীতেও আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপে (অনূর্ধ্ব-১৮, গ্রুপ-৫) সাফল্য পেয়েছে ভারত ও চীনের খেলোয়াড়রা।

শনিবার বিকেলে রাজশাহী নগরীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে ছেলেদের এককে চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের কুশান শাহ। ফাইনালে ৬-২, ৬-৩ গেমে স্বদেশী আরিয়ান জাবেরীকে হারান তিনি। কুশান শাহ ঢাকাতেও চ্যাম্পিয়ন হন।

মেয়েদের এককে চীনের জো জিয়াওইয়ান ৭-৬ (৯), ৭-৬ (৮) গেমে জিতেছেন স্বদেশী জিয়ান জিয়াংয়ের বিপক্ষে।

ছেলেদের দ্বৈত বিভাগে ভারতের তেজভি মেহরা ও আরিয়ান জাবেরী জুটি চ্যাম্পিয়ন হয়েছেন। তারা ফাইনালে ৬-২, ৬-৪ গেমে স্বদেশী ইশান শেঠি জুটি ও কুশান শাহ জুটিকে হারান।

RAJSHAHI INTERNATIONAL JUNIOR TENNIS NEWS 17.11 (2)মেয়েদের বিভাগে চীনের সান ইফান ও জো জিয়াওইয়ান জুটি ৭-৬ (৭), ৭-৫ গেমে স্বদেশী জিজাং জিয়ং ও ইউজিয়ামা জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।

টুর্নামেন্ট শেষে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন রাজশাহী ক্যান্টনমেন্টের ডেপুটি কমান্ডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদ, পুলিশের অতিরিক্ত ডিআইজি মাসুদুর রহমান ভূঁইয়া, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আমিনুল ইসলাম, মহানগর পুলিশের উপ-কমিশনার সাজিদ হোসেন, জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের চেয়ারম্যান এসসিএম আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক আক্কাস আলী।

এই টুর্নামেন্টে ৯টি দেশের ৯১ জন খেলোয়াড় অংশ নেন।