হতাশায় শুরু নাদালের

হেরে কোর্ট ছাড়ছেন নাদালচোট কাটিয়ে লম্বা সময় পর কোর্টে ফিরেছেন রাফায়েল নাদাল। ১১২ দিন পর ফেরাটা সুখকর হলো না স্প্যানিশ তারকার। মৌসুমের প্রথম ম্যাচেই হেরে গেছেন তিনি। আবুধাবির ওয়ার্ল্ড টেনিস চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে হেরেছেন কেভিন অ্যান্ডারসনের কাছে।

আবুধাবির এই প্রদর্শনী প্রতিযোগিতা দিয়ে প্রথমবার কোর্টে নেমেছিলেন নাদাল। অ্যাঙ্কেলের অস্ত্রোপচারের পর তার ফেরাটা হয়েছে হতাশার। দক্ষিণ আফ্রিকান প্রতিপক্ষ অ্যান্ডারসনের বিপক্ষে ম্যাচ হেরেছেন ৪-৬, ৬-৩, ৬-৪ গেমে। দারুণ শুরুতে প্রথম সেট জিতলেও ফাইনালে ওঠা হয়নি তার।

লম্বা সময় পর ফেরাটা জয় দিয়ে রাঙাতে চেয়েছিলেন সাবেক নাম্বার ওয়ান তারকা। কিন্তু সেটা না হওয়ায় হতাশায় ঝরেছে নাদালের কণ্ঠে, ‘এভাবে মৌসুম শুরু করাটা মোটেও ভালো ব্যাপার নয়। তবে কোর্টে ফিরে বেশ ভালো অনুভব করছি। আশা করছি উন্নতির ধারা সচল থাকবে।’

অস্ট্রেলিয়ান ওপেনে চোখ রাখা নাদাল ম্যাচটি জিতলে মৌসুমের শুরুতেই টেনিসপ্রেমীরা পেতেন উপভোগ্য এক ফাইনালের মঞ্চ। বছরের প্রথম গ্র্যান্ড স্লামের শুরুর আগমুহূর্তে মুখোমুখি দাঁড়িয়ে যেতেন নাদাল-জোকোভিচ। সার্বিয়ান তারকা আগেই নিশ্চিত করেছেন আবুধাবির প্রতিযোগিতাটির ফাইনাল। মার্কা