অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আটে জোকোভিচ-সেরেনা

নোভাক জোকোভিচের জয় উদযাপনমেলবোর্নে চলছে নোভাক জোকোভিচের দাপট। অস্ট্রেলিয়ান ওপেনের সপ্তম শিরোপা জেতার পথে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন এই সার্বিয়ান তারকা। মেয়েদের এককে ছুটছে সেরেনা উইলিয়ামসের জয়রথ। আমেরিকান তারকাও নিশ্চিত করেছেন শেষ আট।

সোমবার ছেলেদের এককের শেষ ষোলোর লড়াইয়ে জোকোভিচ রাশিয়ার দানিলি মেদভেদেভকে হারিয়েছেন ৬-৪, ৬-৭ (৫-৭), ৬-২, ৬-৩ গেমে। আর মেয়েদের এককের শেষ ষোলোতে সেরেনা উইলিয়ামস ৬-১, ৪-৬, ৬-৪ গেমে হারিয়েছেন নাম্বার ওয়ান সিমোনা হালেপকে।

শেষ ষোলোতে লড়াই করে জিততে হয়েছে জোকোভিচকে। প্রথম সেট প্রতিদ্বন্দ্বিতা করে জেতার পর দ্বিতীয় সেরে হেরেই যান তিনি মেদভেদেভেদের কাছে। তবে পরের দুই সেটে আর সুযোগ দেননি ছেলেদের এককের নাম্বার ওয়ান। ৬-২, ৬-২ গেমে উড়িয়ে জোকোভিচ নিশ্চিত করেছেন বছরের প্রথম গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনাল। শেষ আটে তার জন্য অপেক্ষা করছেন জাপানের কেই নিশিকোরি।

চলতি অস্ট্রেলিয়ান ওপেনে প্রথমবার পরীক্ষার সামনে পড়তে হয়েছিল সেরেনাকে। শীর্ষ বাছাই হালেপের বিপক্ষে প্রথম সেট জিতলেও দ্বিতীয় সেরে হার মানেন আমেরিকান তারকা। তাতে এবারের অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম সেট হারের তিক্ত স্বাদ পেতে হয় তাকে। যদিও তৃতীয় সেটের ৬-৪ গেমের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে সমস্যা হয়নি সাবেক নাম্বার ওয়ানের। দ্য গার্ডিয়ান