ইতিহাস গড়ে উইম্বলডন সেমিফাইনালে ফেদেরার

রজার ফেদেরারের ইতিহাসপ্রথম সেট হেরে যাওয়ায় জন্মে শঙ্কার মেঘ। তবে পরের সেটে ঘুরে দাঁড়িয়ে শঙ্কার সব মেঘ সরিয়ে ইতিহাস লিখলেন রজার ফেদেরার। উইম্বলডনে প্রথম খেলোয়াড় হিসেবে জয়ের ‘সেঞ্চুরি’র রেকর্ড গড়লেন সুইস কিংবদন্তি। কেই নিশিকোরিকে হারিয়ে নিশ্চিত করেছেন উইম্বলডনের ১৩তম সেমিফাইনাল।

বুধবার আটবারের চ্যাম্পিয়ন ৪-৬, ৬-১, ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছেন জাপানের নিশিকোরিকে। সেমিফাইনাল নিশ্চিত করার পথে অল ইংল্যান্ড ক্লাবে ১০০তম জয়ের দেখা পান ফেদেরার। নির্দিষ্ট কোনও গ্র্যান্ড ‍স্লাম টুর্নামেন্টে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে এই মাইলফলক স্পর্শ করছেন তিনি।

শুরুটা হয়েছিল ফেদেরারের ধীরগতির। নিশিকোরির কাছে প্রথম সেট হারে ভয়টা আরও বেশি ছড়ায়। তবে দ্বিতীয় সেটে পাওয়া যায় ‘আসল’ ফেদেরারকে। জাপানিজ প্রতিদ্বন্দ্বীকে ৬-১ গেমে উড়িয়ে ম্যাচে ফিরে পরের দুই সেট জিতে নেন ৬-৪ ব্যবধানে।

শুক্রবার শেষ চারের ‍লড়াইয়ে ফেদেরার মুখোমুখি হবেন রাফায়েল নাদাল ও স্যাম কুয়েরির অন্য সেমিফাইনাল জয়ীয় বিপক্ষে।

দিনের আগের কোয়ার্টার ফাইনাল সহজেই পেরিয়ে গেছেন নোভাক জোকোভিচ। টেনিসের বর্তমান নাম্বার ওয়ান সেমিফাইনাল যেতে হারিয়েছেন বেলজিয়ামের ডেভিড গোফিনকে। শেষ চার নিশ্চিত করেছেন তিনি ৬-৪, ৬-০, ৬-২ সেটে।