অস্ট্রেলিয়ান ওপেনে ইতি টানবেন ওজনিয়াকি

ক্যারোলিন ওজনিয়াকিঅবসরে যাওয়ার মতো বয়স হয়নি ক্যারোলিন ওজনিয়াকির। গত জুলাইয়ে ২৯ বছর পূর্ণ করেছেন এই টেনিস তারকা। যদিও বিদায় জানানোর জন্য এই সময়কেই বেছে নিয়েছেন তিনি। সামনের অস্ট্রেলিয়ান ওপেন হতে যাচ্ছে তার টেনিস ক্যারিয়ারের শেষ প্রতিযোগিতা।

শুক্রবার অবসরের ঘোষণা দিয়েছেন ওজনিয়াকি। জানুয়ারিতে হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেন শেষে টেনিস কোর্টকে বিদায় জানাবেন সাবেক নাম্বান ওয়ান। মেয়েদের টেনিস র‌্যাংকিংয়ে বর্তমানে ৩৭ নম্বরে থাকা ওজনিয়াকি গত অক্টোবরে সবশেষ খেলেছেন চীন ওপেনে।

২০১৮ সালের রিউমাটয়েড আর্থ্রাইটিস (গাঁট-ফোলানো বাত) ধরা পড়ে তার। অবশ্য শারীরিক কোনও সমস্যার কারণে অবসরের সিদ্ধান্ত নয় তার- তেমনটাই জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে। বলেছেন, ‘অবসরের সিদ্ধান্তটা আমার শারীরিক সমস্যার কারণে নয়।’

গত বছরই অস্ট্রেলিয়ান ওপেন থেকে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের স্বাদ পেয়েছিলেন ওজনিয়াকি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নতুন বছরের প্রথম গ্র্যান্ড স্লামে নামতে যাওয়ার আগেই অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। অবসরের ঘোষণায় ডেনিশ তারকা বলেছেন, ‘আমি সবসময় নিজেকে বলেছি, যখন সময় আসবে আমি বিদায় জানাবো। সেই সময়টা চলে এসেছে। গত কয়েক মাসে আমি বেশ ভালো করে বুঝেছি, টেনিস কোর্টের বাইরেও আমার অনেক দায়িত্ব আছে।’

অস্ট্রেলিয়ান ওপেন থেকে ক্যারিয়ারের একমাত্র গ্র্যান্ড স্লাম জেতা ওজনিয়াকির মোট একক শিরোপা ৩০টি। ২০১০ সালে উঠেছিলেন র‌্যাংকিংয়ের এক নম্বরে। এছাড়া ডাব্লিউটিএ ফাইনাল জেতার স্বাদ পাওয়া এই তারকা তিনবার খেলেছেন অলিম্পিকে। বিবিসি