অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে দুই তারকার পতন

সেরেনা ও ওজনিয়াকির হতাশার বিদায়গত সেপ্টেম্বরের কথা, ইউএস ওপেন কোয়ার্টার ফাইনালে ওয়াং কিয়াংকে মাত্র ৪৪ মিনিটে উড়িয়ে দিয়েছিলেন সেরেনা উইলিয়ামস। চারমাস পর পাল্টা জবাব দিলেন চীনা ২৭তম বাছাই। তাতে ২০০৬ সালের পর প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে বিদায় নিতে হলো ফেভারিট সেরেনাকে।

রড লেভার অ্যারেনায় ৬-৪, ৭-৬ (৭-২), ৭-৫ গেমে হেরে গেছেন সেরেনা। এতে করে রেকর্ড ২৪তম গ্র্যান্ড স্লাম শিরোপার মিশনে আবারও ছন্দপতন হলো অষ্টম বাছাইয়ের। দ্বিতীয় সেটে ওয়াং ৫-৪ এ এগিয়ে যাওয়ার পর সেরেনা ঘুরে দাঁড়ান এবং টাইব্রেকে জেতেন। তবে কিয়াং পরের সেটে তৃতীয় ম্যাচ পয়েন্ট পেয়ে বিজয় নিশ্চিত করেন।

এদিকে মেলবোর্ন অ্যারেনায় অঘটনের শিকার সেরেনার বন্ধু ক্যারোলিন ওজনিয়াকি। তিউনিসিয়ার ওন্স জাবেউরের কাছে ৭-৫, ৩-৬, ৭-৫ গেমে হেরেছেন ২০১৮ সালের চ্যাম্পিয়ন। তাতে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে ফেললেন গত ডিসেম্বরে অবসরের ঘোষণা দেওয়া ডেনিস তারকা।

দুই তারকাকে বিদায় করা জাবেউর ও কিয়াং মুখোমুখি হবেন শেষ ষোলোতে। মেয়েদের এককে চতুর্থ রাউন্ড নিশ্চিত করা অন্যরা হলেন পেত্রা কিতোভা, অ্যাশলি বার্টি ও মারিয়া সাক্কারি।