করোনাভাইরাস: টেনিস খেলোয়াড়দের পাশে ফেডারেশন

টেনিস খেলোয়াড়দের পাশে ফেডারেশনকরোনাভাইরাসের প্রকোপে অনেক খেলোয়াড় কঠিন সময় কাটাচ্ছেন। বিভিন্ন ফেডারেশন তাদের পাশে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় টেনিস খেলোয়াড়দের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ টেনিস ফেডারেশন। আজ (মঙ্গলবার) ৪১ জন খেলোয়াড়ের হাতে ৫ হাজার করে টাকা তুলে দিয়েছে তারা।

এই সহায়তার তালিকায় বর্তমান খেলোয়াড়ই নন, আছেন সাবেকরাও। টেনিস ফেডাশেনের নির্বাহী কর্মকর্তারা নিজস্ব তহবিল গঠন করে খেলোয়াড়দের সাহায্য করেছেন।

ফেডারেশনের কোষাধ্যক্ষ সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা আগে থেকেই ঠিক করেছিলাম করোনার এই দুর্যোগে খেলোয়াড়দের সাহায্য করব। মূলত আমাদের সভাপতির নির্দেশে এটি করেছি। টেনিসসংশ্লিষ্ট যারা সমস্যার মধ্যে আছেন, তাদেরকেই সাহায্য করা হয়েছে।’