শেষ হলো জাতীয় জুনিয়র টেনিস

tennis_popy_akterশেষ হলো চার দিন ব্যাপি জুনিয়র টেনিস প্রতিযোগিতা। মোট ৯টি ইভেন্টের ছয়টি আগেই চুড়ান্ত হয়েছিল। আজ চুড়ান্ত হয়েছে বাকি ৩টি ইভেন্টের শিরোপা। আজ শিরোপা জিতেছেন জাতীয় টেনিস কমপ্লেক্সের ফারুক হোসেন, বিকেএসপির আফরানা ইসলাম প্রিতি ও বালক দ্বৈতে (১২ বছর বিভাগ) বিকেএসপির রুম্মন ও উৎস জুটি।

শিরোপা জয়ীরা:

বালক একক (১২ বছর): জাতীয় টেনিস কমপ্লেক্সের আলভি ৬-৩, ৬-২ গেমে বিকেএসপির রুম্মন হোসেনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।

বালিকা একক (১২ বছর): বিকেএসপির ইতি আক্তার ৬-০, ৬-০ গেমে বিকেএসপির জেরিন সুলতানাকে হারিয়ে শিরোপা জয় করেন।

বালক একক (১৪ বছর): জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের সাকিব ৬-৩, ৬-২ গেমে ব্রাহ্মণবাড়িয়ার রাকিব হোসেনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

বালিকা একক (১৪ বছর): বিকেএসপির পপি আক্তার ৬-২, ৬-২ গেমে ময়মনসিংহের সৈয়দ এলসাকে পরাজিত করে শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

বালক একক (১৬ বছর): জাতীয় টেনিস কমপ্লেক্সের ফারুক হোসেন ৫-৭, ৬-৩, ৬-৩ গেমে বিকেএসপির মো. ইসতিয়াককে পরাজিত করে শিরোপা জয় করে নেন।

বালিকা একক (১৬ বছর): বিকেএসপির আফরানা ইসলাম প্রিতি ৬-৪, ৬-০ গেমে একই সংস্থার পপি আক্তারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।

বালক দ্বৈত (১২ বছর): বিকেএসপির রুম্মন ও উৎস জুটি ৬-১, ৬-৩ গেমে জাতীয় টেনিস কমপ্লেক্সের আলভি ও তাহমিদ জুটিকে পরাজিত করে টুর্নামেন্ট সেরা হন।

 খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ফেডারেশনের উপদেষ্টা গোলাম মোর্শেদ, সহ-সভাপতি মোহাম্মদ আলী দ্বীন, সাধারণ সম্পাদক মীর খুরসিদ আনোয়ার।

/আরএম/এমআর/