শেষ চারে সেরেনা-জোকোভিচ

আবারও সেরেনার মুখোমুখি হচ্ছেন নাওমি ওসাকা। অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে সিমোনা হালেপকে হারিয়ে সেমি নিশ্চিত করেছেন সেরেনা। সেখানে তার প্রতিপক্ষ জাপানের নাওমি ওসাকা।

২০১৮ সালের ইউএস ওপেন ফাইনালের পর এই প্রথম মুখোমুখি হচ্ছেন দু’জন। সেবার বিতর্কিত ঘটনার জন্ম দেওয়া সেরেনাকে হারিয়েই প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছিলেন ওসাকা।

অবশ্য এবারের শেষ চারের ম্যাচটা যে সহজ হবে না। সেটি বলে দিচ্ছে দুজনের পরিসংখ্যানই। মেলবোর্নে ৭বারের চ্যাম্পিয়ন সেরেনা। আর টানা ১৯ ম্যাচে অপরাজিত ওসাকা।  

তার ওপর সেরেনা এগিয়ে যাচ্ছেন ২৪টি গ্র্যান্ড স্লাম জেতার রেকর্ডে ভাগ বসানোর লক্ষ্যে। ৬-৩, ৬-৩ গেমে কোয়ার্টার ফাইনাল জয়ের পর সেরেনার প্রতিক্রিয়া ছিল, ‘টুর্নামেন্টে এখন পর্যন্ত খেলা ম্যাচগুলোরা মধ্যে এটি সেরা ছিল।’

ছেলেদের সেমিফাইনাল নিশ্চিত করেছেন নোভাক জোকোভিচও। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কোয়ার্টার ফাইনালে হারিয়েছেন জার্মান আলেক্সান্ডার জেরেভকে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটা জোকোভিচ জিতেছেন ৬-৭ (৬-৮), ৬-২, ৬-৪, ৭-৬ (৮-৬) গেমে। শেষ চারে তার প্রতিপক্ষ র‌্যাঙ্কিংয়ের ১১৪তম ও রাশিয়ান বাছাই আসলান কারাতসেভ।

অবশ্য উন্মুক্ত যুগে অন্যরকম নজির গড়েছেন আসলান। প্রথম ব্যক্তি হিসেবে নিশ্চিত করেছেন শেষ চার!