উইম্বলডন জিতেই ফেদেরার-নাদালের পাশে জোকোভিচ

উইম্বলডনে মুকুট ধরে রেখে নতুন কীর্তি গড়েছেন নোভাক জোকোভিচ। পুরুষ এককে সর্বোচ্চ ২০ বার গ্র্যান্ড স্ল্যাম জেতার রেকর্ডটি রজার ফেদেরার ও রাফায়েল নাদালের। আজ  উইম্বলডনের ষষ্ঠ শিরোপা জিতে জোকোভিচ তাদের কাতারে নাম লেখালেন। ফাইনালে প্রথম সেটে হোঁচট খেলেও ঘুরে দাড়িয়ে পরের তিন সেটই জিতে নেন সার্বিয়ান তারকা। প্রথমবারের মতো ফাইনালে উঠা ইতালির মাত্তেও বেররেত্তিনিকে ৬-৭(৪-৭),৬-৪,৬-৪ ও ৬-৩ গেমে হারিয়ে শিরোপা জেতেন জোকোভিচ।

গ্র্যান্ড স্ল্যামে ২০টি ট্রফি জিতে প্রথম কীর্তিটি গড়েছিলেন রজার ফেদেরার, ২০১৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতে। ঠিক তার দুই বছর পর অর্থাৎ ২০২০ সালে ফরাসি ওপেন জিতে রাফায়েল নাদাল তা স্পর্শ করেন। আর এবার জোকোভিচ দুর্দান্ত খেলে সেই রেকর্ডে নিজের নামও যোগ করলেন।

চ্যাম্পিয়ন হয়েই জোকোভিচ বলেছেন, ‘এই পর্যায়ে আসাটা অকল্পনীয় বলবো। ছোটবেলা থেকে নিজেকে তৈরি করছিলাম। আমি রাফায়েল ও ফেদেরারের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তারা আমাদের খেলাধূলার মধ্যে কিংবদন্তীতূল্য। এই দুজন আমার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। যাদের সঙ্গে আমি খেলেছি।’