জোকোভিচের অন্যরকম এক জয়

অস্ট্রেলিয়ায় বড় জয় পেলেন নোভাক জোকোভিচ। অবশ্য টেনিস কোর্টে নয়। তার ভিসা বাতিলের যে সিদ্ধান্ত অস্ট্রেলিয়া সরকার নিয়েছিল, সেটি খারিজ করে দিয়েছেন আদালত। 

অস্ট্রেলিয়ায় প্রবেশের ক্ষেত্রে কড়া নিয়ম চালু রয়েছে। বিদেশিদের করোনার দুই ডোজ টিকা নেওয়া থাকতে হবে। কিন্তু জোকোভিচ এই টিকার বিরোধী ছিলেন সব সময়। মেলবোর্নে প্রবেশ করেন স্বাধীন মেডিকেল প্যানেলের ছাড়পত্র নিয়ে। যে কারণে মেলবোর্ন বিমান বন্দরে নামার সঙ্গে সঙ্গে বাতিল করা হয় তার ভিসা। পাঠানো হয় কোয়ারেন্টিন কেন্দ্রে। এই ভিসা বাতিলের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামেন জোকোভিচ।

বিচারক অ্যান্থনি কেলি রায়ে বলেছেন, এই আটক অবস্থা থেকে জোকোভিচকে দ্রুত মুক্তি দিতে হবে। পাশাপাশি আইনি লড়াইয়ের জন্য জোকোভিচের যে খরচ হয়েছে। সেটি প্রশাসনকে বহনও করতে বলেছেন।

বিবিসি অবশ্য বলছে, অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন মন্ত্রী অ্যালেক্স হক চাইলে এখনও জোকোভিচের ভিসা বাতিল করতে পারেন। সেক্ষেত্রে নতুন কোনও কারণ উল্লেখ করতে পারেন।