রুডকে হারিয়ে নাদালের শিরোপা

পুরো টুর্নামেন্টে জুড়ে দারুণ খেলেছিলেন ক্যাসপার রুড।  জায়গা করে নিয়েছিলেন ফরাসি ওপেনের ফাইনালে।  কিন্তু প্রথমবারের মতো কেনও গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেও শিরোপা জেতা যে হলো না। অভিজ্ঞ রাফায়েল নাদাল কোনও সুযোগই দেননি। আরও একটি ফাইনাল জিতে নিজের ক্যারিয়ার সমৃদ্ধ করেছেন এই স্প্যানিশ তারকা।

রোলাঁ গাঁরোয় রবিবার পুরুষ এককের ফাইনালে সরাসরি  নরওয়ের রুডকে উড়িয়ে দিয়েছেন। জিতেছেন ৬-৩, ৬-৩, ৬-০ গেমে।

ফাইনালে নাদালের ছিল একচ্ছত্র আধিপত্য।  রুড চেষ্টা করেও পারেননি কোনও গেম জিততে। মাঝে মধ্যে চ্যালেঞ্জ জানালেও শেষ রক্ষা হয়নি।

এই জয়ে নাদাল নিজেকে আরও ছাড়িয়ে গেলেন। বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন। সেই সময় সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়ে নোভাক জোকোভিচ ও রজার ফেদেরারকে ছাড়িয়ে যান।

এখন ফরাসি ওপেন জেতায় অন্য দুই তারকার সঙ্গে ব্যবধান আরও বাড়লো। নাদাল  গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন ২২টি, দুটি শিরোপা কম নিয়ে যৌথভাবে এরপরেই আছেন জোকোভিচ ও ফেদেরার।

গত বছর শূন্য হাতে বিদায় নিতে হয়েছিল নাদালকে। এবার ৩৬ বছর বয়সী তারকার মুখে চওড়া হাসি। ক্যারিয়ারে ২২টি শিরোপা জিতে নাদাল উচ্ছ্বসিত, ‘এটা বিশ্বের সেরা টুর্নামেন্ট।  যারা এই বিকালটা আয়োজন করতে পেরেছেন তাদের ধন্যবাদ।  নিজের বাড়ির মতোই মনে হয়েছে সব কিছুই। গত এক মাস খেলার বাইরে সময় কাটাতে হয়েছে।  চিকিৎসা নিয়ে খেলতে হয়েছে। ভবিষ্যতে কী হবে জানি না। আমি লড়াই চালিয়ে যেতে চাই।’