গ্র্যান্ড স্লাম ক্যারিয়ারকে বিদায় সানিয়ার

ভারতের টেনিসকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যেতে অবদান তার। বলা হচ্ছে ভারতের টেনিসের রানী সানিয়া মির্জার কথা। অস্ট্রেলিয়ান ওপেনে মিশ্র দ্বৈতে পরাজিত হয়ে গ্র্যান্ড স্লাম ক্যারিয়ারকে বিদায় বলেছেন তিনি।

রড লেভার অ্যারেনায় সানিয়ার সঙ্গী ছিলেন বোপানা। তারা শিরোপার জন্য ব্রাজিলিয়ান জুটি স্টেফানি ও রাফায়েল মাতেওসের মুখোমুখি হয়েছিলেন। ফাইনালে তারা পরাজিত হয়েছেন ৬-৭ (২), ২-৬ গেমে।

বিদায় বলার আগে তার ক্যারিয়ারের রয়েছে ৬টি গ্র্যান্ড স্লাম। যার মধ্যে তিনটি মেয়েদের দ্বৈতে। বাকিগুলো মিশ্র দ্বৈতের।  

অবশ্য অবসরটা যে আকস্মিকভাবেই এলো তেমন নয়। ৩৬ বছর হয়ে যাওয়ায় আগাম একটা ঘোষণা আগেই দিয়ে রেখেছিলেন। অবসরের ঘোষণাও এমন জায়গায় দিয়েছেন, যেখানে ক্যারিয়ারের শুরুটা হয়েছে এই মেলবোর্ন পার্কেই। তাই অবসরের ঘোষণার সময় কান্না চলে আসে তার। বিদায় বেলায় বলেছেন, ‘আমার পেশাদার ক্যারিয়ার মেলবোর্নেই শুরু হয়েছিল। গ্র্যান্ড স্লামের ক্যারিয়ারের ইতি টেনে দেওয়ার জন্য এরচেয়ে ভালো জায়গা আর হতে পারে না।’