জোকোভিচের জন্য দারুণ খবর

করোনাভাইরাসের টিকা না নেওয়ার জন্য ২০২১ সালের ফাইনালের পর আর ইউএস ওপেনে খেলা হয়নি নোভাক জোকোভিচের। কারণ করোনাভাইরাস নিয়ন্ত্রণে মার্কিন যুক্তরাষ্ট্রের কড়াকড়ি। বিদেশ থেকে আগতদের টিকার প্রমাণপত্র দিতে হতো, যা ছিল না সার্বিয়ান তারকার। এবারও তার এই মেজর টুর্নামেন্টে খেলা নিয়ে শঙ্কা ছিল, কিন্তু সুসংবাদ মিলেছে।

কোভিড নিয়ে কড়াকড়ি প্রত্যাহারে সিনেটে ভোট হয়েছে। বুধবার একটি বিল পাস হয় যুক্তরাষ্ট্রের সিনেটে। ২০২০ সালের ১৩ মার্চ থেকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত কোভিড বিধিনিষেধের ইতি টানা হয়েছে ওই বিলে। তাতে করে জোকোভিচ আগামী আগস্ট থেকে শুরু হতে যাওয়া ইউএস ওপেনে খেলার অনুমতি পাবেন।

আগামী ২৮ আগস্ট ফ্লাশিং মিডোসে হবে দুই সপ্তাহের গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট। ৩৫ বছর বয়সী জোকোভিচ টিকা না নেওয়ার কারণে গত বছর ইউএস ওপেন ছাড়াও মিয়ামি ওপেন ও বিএনপি প্যারিবাস ওপেনে অংশ নিতে পারেননি। এবার চতুর্থবার ইউএস ওপেন জয়ের মিশন নিয়ে কোর্টে নামবেন ২২ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।