ফ্রেঞ্চ ওপেনের আগে কনুই নিয়ে অস্বস্তিতে জোকোভিচ

আগামী মাসে শুরু হচ্ছে ফ্রেঞ্চ ওপেন। বসনিয়া-হার্জেগোভিনার এটিপি ২৫০ ইভেন্ট হবে প্রস্তুতি মঞ্চ। এই টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলার আগে কনুই নিয়ে স্বস্তিতে নেই নোভাক জোকোভিচ।

ফ্রেঞ্চ ওপেনের আগে কনুই দুশ্চিন্তা বাড়াচ্ছে সার্ব তারকার। চলতি মাসে লরেঞ্জো মুসেত্তির কাছে মন্টে কার্লো মাস্টার্সের ক্লে কোর্টে তৃতীয় রাউন্ডে হারের পর অস্বস্তিবোধ করতে দেখা যায় জোকোভিচকে।

মঙ্গলবার সার্ব তারকা বললেন, ‘আমার কনুই আদর্শ অবস্থায় নেই, কিন্তু প্রথম ম্যাচের জন্য তৈরি থাকতে যথেষ্ট ভালো। টেনিসে অন্যতম ভালো ব্যাপার হচ্ছে প্রতি সপ্তাহে নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়ার সুযোগ পাবেন আপনি এবং নতুন ধাপ ফেলবেন।’

মন্টে কার্লোর হতাশা নিয়ে জোকোভিচের কথা, ‘স্বভাবত আমি মন্টে কার্লোর ফল নিয়ে সন্তুষ্ট নই। কিন্তু যখন আমি এখানে এলাম, ভালো লাগছে। অনেক ইতিবাচক শক্তি ও অনুভূতি খুঁজে পাচ্ছি।’

১৮ বছর বয়সী লুকা ফন আসশের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে জোকোভিচ প্রথম ম্যাচ খেলবেন।