ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে আলকারেজ

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কার্লোস আলকারেজ ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে উঠে গেলেন। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার লয়েড হ্যারিসকে ৬-৩, ৬-১, ৭-৬ (৭/৪) গেমে হারান তিনি।

ম্যাচ শেষে আলকারেজ বলেছেন, ‘আমি দুর্দান্ত একটা ম্যাচ খেললাম মনে হয়।’ প্রথম দুটি সেট দাপটে জিতলেও শেষটিতে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই।

টুর্নামেন্ট শেষে নোভাক জোকোভিচের কাছে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারাতে যাওয়া আলকারেজ শেষ ৩২ এ খেলবেন ব্রিটেনের ২৬তম বাছাই ড্যান ইভান্সের সঙ্গে।

২০০৮ সালের পর প্রথম পুরুষ হিসেবে ইউএস ওপেনে শিরোপা ধরে রাখার লক্ষ্য আলকারেজের।