X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

বাংলাদেশের নতুন বোলিং কোচ শন টেইট

স্পোর্টস ডেস্ক
১২ মে ২০২৫, ১৬:১৮আপডেট : ১২ মে ২০২৫, ১৬:৪০

আন্দ্রে অ্যাডামসের সঙ্গে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তির মেয়াদ ছিল বাংলাদেশের। তার আগেই নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার স্থলাভিষিক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার শন টেইট। তিনি বাংলাদেশের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইমেইলে পাঠানো বার্তায় শন টেইটের নিয়োগ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। বিবৃতিতে তারা বলেছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছে অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার শন টেইট বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। ৪২ বছর বয়সী এই মাসের শেষ দিকেই দলের সঙ্গে যোগ দেবেন।’

বিপিএলের গত সংস্করণে চট্টগ্রাম কিংসের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন টেইট। তার আগে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ (টেস্ট) এবং আফগানিস্তানের বোলিং কোচ ছিলেন।  

তাছাড়া শীর্ষ পর্যায়ে বিভিন্ন লিগেও কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তার মধ্যে বিগ ব্যাশ, পাকিস্তান সুপার লিগ, লঙ্কা প্রিমিয়ার লিগ এবং ইংলিশ কাউন্টি অন্যতম। 

বাংলাদেশ দলের দায়িত্ব নিয়ে উচ্ছ্বসিত টেইট বিসিবির দেওয়া  বিবৃতিতে বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হওয়ার এটা একটা দারুণ সময়। নতুন যুগও বলতে পারেন। সাম্প্রতিক সময়ে এটা অনেকবার বলা হয়েছে, বিশেষ করে তরুণ পেসারদের প্রতিভা নিয়ে-যেটা আসলেই দুর্দান্ত।’

তিনি আরও বলেছেন, ‘এটা আন্তর্জাতিক ক্রিকেট, কোনও উন্নয়নমূলক দল নয় এবং সবাই প্রত্যাশা করে এই প্রতিভা ফল দেবে। আমার মূল লক্ষ্য পেস বোলিং ইউনিটের সঙ্গে কাজ করে ফল বের করে আনা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ দলের জন্য আরও বেশি জয় নিশ্চিত করা।’   

আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে অন্যতম গতিময় বোলার হিসেবে পরিচিত শন টেইট। অস্ট্রেলিয়ার ২০০৭ সালের বিশ্বকাপ জয়ী দলটির অন্যতম সদস্য ছিলেন তিনি। তিনি অজিদের হয়ে সব ফরম্যাটে ৫৯টি ম্যাচ খেলেছেন।

  /এফআইআর/  
সম্পর্কিত
এক বছর পর বাংলাদেশে আসবে ভারত
পঞ্চপাণ্ডবহীন এক নতুন শুরু, মিরাজের নেতৃত্বে ওয়ানডে যাত্রা
ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন বুলবুল
সর্বশেষ খবর
ডিসি-এসপিরা ‘চিপায় পড়ে’ ছাত্রনেতাদের সঙ্গে ভালো ব্যবহার করছেন: হাসনাত আবদুল্লাহ
ডিসি-এসপিরা ‘চিপায় পড়ে’ ছাত্রনেতাদের সঙ্গে ভালো ব্যবহার করছেন: হাসনাত আবদুল্লাহ
শুল্ক হার কমাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেসার গ্রুপের সঙ্গে যোগাযোগ
শুল্ক হার কমাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেসার গ্রুপের সঙ্গে যোগাযোগ
ধামাকার চেয়ারম্যান এম আলী কারাগারে
ধামাকার চেয়ারম্যান এম আলী কারাগারে
চীন-ফ্রান্স হবে স্থিতিশীলতা ও ঐক্যের শক্তি: চীনা পররাষ্ট্রমন্ত্রী
চীন-ফ্রান্স হবে স্থিতিশীলতা ও ঐক্যের শক্তি: চীনা পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
‘নারী ফুটবল দলের জন্য পুরো পৃথিবী বাংলাদেশকে নতুন করে চিনছে’
‘নারী ফুটবল দলের জন্য পুরো পৃথিবী বাংলাদেশকে নতুন করে চিনছে’