প্রথম রাউন্ডেই পরীক্ষা দিলেন সিওনতেক

২০২০ সালের ফ্রেঞ্চ ওপেন ফাইনালের পুনর্মঞ্চায়নই হলো অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে। সেবার সোফিয়া কেনিনকে হারিয়ে শিরোপা জিতেছিলেন ইগা সিওনতেক। তার পর আর মুখোমুখি হননি তারা।  অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ড মাঠে গড়াতেই আবার বিজয়ের হাসি হেসেছেন পোলিশ তারকা। 

প্রথম রাউন্ডে সাবেক অস্ট্রেলিয়ান ওপেন জয়ীকে সরাসরি সেটে হারিয়েছেন তিনি। যদিও রড ল্যাভার এরেনার লড়াইটা মোটেও সহজ ছিল না। ১ ঘণ্টা ৫১ মিনিটের পরীক্ষায় তিনি ৭-৬ (৭-২), ৬-২ গেমে জিতেছেন।

এর আগে রোলাঁ গারোয় তিনটি ও ইউএস ওপেনে একটি গ্র্যান্ডস্লাম জিতলেও মেলবোর্ন পার্কে কোনো শিরোপা জেতেননি সিওনতেক। মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম লড়াইয়ে নেমে তার প্রতিক্রিয়া,' সত্যি অনেক ভালো লাগছে। মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লামে প্রথম ম্যাচ খেলাটা মোটেও সহজ কাজ নয়।'

প্রথম দিকে ছন্দ খুঁজে পেতে কষ্ট হচ্ছিল তার। প্রতিপক্ষ সোফিয়ার প্রশংসা করে তিনি বলেছেন, 'প্রথমে ছন্দ খুঁজে পেতে সমস্যা হচ্ছিল। সোফিয়াও আমাকে সেভাবে বাক্সবন্দী করে রাখার চেষ্টা করেছে। তবে দ্বিতীয় সেট ঠিকমতো উতরে যেতে পারায় আমি খুশি।'

এই জয়ে সিওনতেক অপরাজিত থাকলেন ১৭ ম্যাচে। যা তার ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ।