জভেরেভকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মেদভেদেভ

মেলবোর্ন পার্কে টানা দুই ফাইনালে হৃদয় ভেঙেছিল দানিল মেদভেদেভের। সাবেক ইউএস ওপেন চ্যাম্পিয়ন তৃতীয়বার সুযোগ পেলেন, এবার কি পারবেন গেরো কাটাতে? 

শুক্রবার রোমাঞ্চকর সেমিফাইনালে আলেক্সান্দার জভেরেভকে হারিয়েছেন মেদভেদেভ। দুই সেটে পিছিয়ে পড়েও অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখেছেন রাশিয়ান তৃতীয় বাছাই। দ্বিতীয় গ্র্যান্ড স্লাম ট্রফির জন্য তার সামনে শেষ বাধা নোভাক জোকোভিচকে বিদায় করা জন সিনার। রবিবার হবে শিরোপার লড়াই।

২০২১ ও ২০২২ সালে জোকোভিচ ও রাফা নাদালের কাছে টানা দুই ফাইনালে হেরে যান মেদভেদেভ। ব্যর্থতার বৃত্ত ভাঙতে আগামী রবিবার কোর্টে নামবেন তিনি।

প্রথম দুই সেটে জভেরেভ ৭-৫, ৬-৩ গেমে জিতে এগিয়ে ছিলেন। তারপরই শুরু তীব্র প্রতিদ্বন্দ্বিতা। পরের দুটি সেট টাইব্রেকে জিতে যান মেদভেদেভ। ৭-৬ (৪), ৭-৬ (৫) গেমে জভেরেভকে হারান। শেষ সেট দাপট দেখিয়ে ৬-৩ গেমে জেতেন তিনি।