অনেক দিন ধরেই ৯৯টি এটিপি শিরোপা নিয়ে থমকে ছিলেন নোভাক জোকোভিচ। কাঙ্ক্ষিত ‘সেঞ্চুরি’র দেখা পাচ্ছিলেন না। অবশেষে জেনেভা ওপেনের ফাইনালে নাটকীয় প্রত্যাবর্তনে পূরণ করেছে এটিপি শিরোপার সেঞ্চুরি! তৃতীয় ব্যক্তি হিসেবে এমন কীর্তি গড়েছেন বিগ থ্রি-র শেষ প্রতিনিধি। ফাইনালে তিনি হারিয়েছেন হুবার্ট হুরকাজকে।
সামনেই ফ্রেঞ্চ ওপেন। ৩৮ বছর বয়সী সুইজারল্যান্ডে খেলেছেন নিজেকে ঝালিয়ে নেওয়ার লক্ষ্যে। যেখানে প্রথম সেটে বাজেভাবে হেরে যান তিনি। ৫-৭ গেমে পরাজয়ের পর অবশ্য আর কোনও বিপদ হতে দেননি। তবে লড়াইটা হয়েছে ভালো। দীর্ঘ ৩ ঘণ্টা ৫ মিনিটের লড়াই শেষে জোকোভিচ জয় নিয়ে মাঠ ছাড়েন ৭-৬ (৭-২), ৭-৬ (৭-২) গেমে।
ট্যুর শিরোপার কথা এলে জোকোভিচ ছাড়া সেঞ্চুরি ছিল শুধু জিমি কনরস ও রজার ফেদেরারের। তবে সার্বিয়ান তারকা এক জায়গায় নতুন ইতিহাস গড়েছেন। ট্যুর পর্যায়ে টানা ২০ বছর শিরোপা জেতা প্রথম পুরুষ খেলোয়াড় তিনি।
গত গ্রীষ্মে প্যারিস গেমসে অলিম্পিকে প্রথম সোনা জয়ের পর এটি ছিল সাবেক এক নম্বরের প্রথম টুর্নামেন্ট। জয়ের পর প্রতিক্রিয়ায় জোকোভিচ বলেছেন, ‘আমাকে এরজন্য পরিশ্রম করতে হয়েছে, এটা নিশ্চিত। পুরো ম্যাচে আমার চেয়ে সে জয়ের খুব কাছে ছিল। আমি শুধু টিকে থাকতে চেয়েছি... এই পর্যায়ে আসলে এমনই হয়। কিছু পয়েন্ট ম্যাচ নির্ধারণ করে, অবিশ্বাস্য ম্যাচ বলতে হবে... আর ১০০তম এটিপি শিরোপা জিতে আমি সত্যিই খুব আনন্দিত।’