ফ্রেঞ্চ ওপেনে জোকোভিচের শুভ সূচনা, প্রথম রাউন্ডেই মেদভেদেভের বিদায়

২৫তম গ্র্যান্ড স্লাম জিতে রেকর্ড গড়ার হাতছানি নিয়ে ফ্রেঞ্চ ওপেনে দারুণ শুরু হলো নোভাক জোকোভিচের। মঙ্গলবার সার্ব তারকা ৬-৩, ৬-৩, ৬-৩ গেমে প্রথম রাউন্ডে হারান ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডকে।

কদিন আগে জেনেভায় শততম ট্যুর টাইটেল জেতা জোকোভিচ ৯৮তম র‌্যাঙ্কিংধারী আমেরিকান প্রতিপক্ষকে হারান দুই ঘণ্টার মধ্যে। তিনবারের রোলাঁ গাঁরো চ্যাম্পিয়ন পরের রাউন্ডে লড়বেন দুই ফরাসি কোরেন্তিন মাউলেত ও ক্লেমন্ত তাবুরের মধ্যকার ম্যাচ বিজয়ীর সঙ্গে।

ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডে অঘটনের শিকার হয়েছেন বিশ্বের ১০ নম্বর দানিল মেদভেদেভ। ব্রিটেনের ক্যামেরন নরির বিপক্ষে প্রথম দুই সেটে হারলেও পরের দুই সেট জিতে যান। কিন্তু পঞ্চম সেট হার মানতে হয় এই রাশিয়ানকে।

২০২৪ সালের জানুয়ারি থেকে শীর্ষ ২০ এ থাকা কাউকে হারাতে পারেননি নরি। গত মে মাসে রোমসহ আগের চারটি ম্যাচেই মেদভেদেভের কাছে হারেন তিনি।

বিশ্বের ৮১ নম্বর নরি শুরুটা ভালো করেছিলেন। কিন্তু মেদভেদেভ লড়াই করে ঘুরে দাঁড়ান। শেষ পর্যন্ত পঞ্চম সেটে ম্যাচ নির্ধারণ হয়, বিদায় নিতে হয় তাকে। শেষ সেটে ৫-৪ এ এগিয়ে ছিলেন তিনি। তারপর ছন্দ হারান, পরের তিন গেম জিতে ম্যাচ নিশ্চিত করেন নরি।

প্রায় চার ঘণ্টার লড়াইয়ে ৭-৫, ৬-৩, ৪-৬, ১-৬, ৭-৫ গেমে জিতেছেন নরি। তৃতীয় রাউন্ডে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার ফেদেরিকো গোমেজের মুখোমুখি হবেন তিনি।