উইম্বলডনে প্রথম রাউন্ডেই বড় ধাক্কা সামলেছেন কার্লোস আলকারেজ। বিপজ্জনক ইতালিয়ান ফাবিও ফগনিনির বিপক্ষে জিততে ঘাম ছুটে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের। তুমুল লড়াইয়ের পর শেষ হাসি হেসেছেন এই স্প্যানিয়ার্ড।
আলকারেজ প্রথম সেট ৭-৫ গেমে জিতলেও দ্বিতীয় সেটে সমতা ফিরিয়েছিলেন ফগনিনি। জেতেন ৭-৬ (৭-৫) গেমে। তৃতীয় সেট ৭-৫ গেমে জিতে নেন আলকারেজ। ৬-২ গেমে চতুর্থ সেট আবার জেতেন ফগনিনি। কিন্তু পঞ্চম সেটে আর পেরে উঠেননি। আলকারেজ ৬-১ গেমে জিতে ম্যাচটা নিজের করে নিয়েছেন।
স্বস্তির জয়ের পর আলকারেজ বলেছেন, ‘সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু চাইলে আরও ভালো করতে পারতাম। পরের রাউন্ডে আমাকে আরও চেষ্টা করতে হবে।’
আলকারেজ প্রথম রাউন্ডে কষ্টার্জিত জয় পেলেও বিদায় নিয়েছেন আরেক তারকা দানিল মেদভেদেভ। ফ্রান্সের অবাছাই বেঞ্জামিন বোঞ্জির কাছে হেরেছেন ৬-৭ (২-৭), ৬-৩, ৬-৭ (৩-৭), ২-৬ গেমে। পরাজয়ের হতাশা অবশ্য গোপন করতে পারেননি। নিজের র্যাকেট নিয়ে চেয়ার আর ব্যাগে আঘাত করেছেন। এমন হতাশ হওয়ারই কথা। কারণ, উইম্বলডনে সাতবারের অংশগ্রহণে এবারই প্রথম দ্বিতীয় রাউন্ডে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন। অপর দিকে র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে থাকা কোনও খেলোয়াড়ের বিপক্ষে এটাই প্রথম জয় ২৯ বছর বয়সী বোঞ্জির।