X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

এবার মিয়ানমারকে হারানোর পণ বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ জুলাই ২০২৫, ২০:৩৪আপডেট : ০১ জুলাই ২০২৫, ২১:১৯

এশিয়ান কাপ বাছাই পর্বে বড় স্বপ্ন বাংলাদেশের। স্বাগতিক মিয়ানমারকে হারাতে পারলেই মূল পর্বে ওঠার পথ অনেকটাই সুগম হবে মনিকা-আফঈদাদের। বুধবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টার ম্যাচে নিজেদের শক্তি দেখাতে চায় পিটার বাটলারের দল। স্বাগতিকদের হারিয়েই বড় বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার পণ তাদের।

এবারে গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল মিয়ানমার। ফিফা র‌্যাঙ্কিংয়ে তারা (৫৫) বাংলাদেশের (১২৮) চেয়ে অনেক এগিয়ে। পাঁচ বছর আগের সবশেষ দেখায় মিয়ানমারের কাছে তাদের মাঠেই বাংলাদেশ ৫-০ গোলে হেরেছিল। তবে বুধবার নতুন করে ম্যাচের চিত্র সাজাতে চাইছেন লাল সবুজ দলের ফুটবলাররা। 

ইয়াংগুনে এবার দুই দলই একটি করে ম্যাচ খেলেছে। জিতেছেও দুই দল। 

অনুশীলনে বাংলাদেশ দল

মিডফিল্ডার স্বপ্না রানী জানালেন, প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, লড়াই করে এগিয়ে যেতে চান। তিনি বললেন, ‘কাল যেহেতু আমাদের একটা বড় ম্যাচ, তাই সবাই আমরা ফোকাস রাখছি। সবার মনোযোগ এই ম্যাচ ঘিরে। বিকালে আমাদের ক্লাস আছে, সেখানে কোচ আমাদের যেভাবে নির্দেশনা দেবেন, কাল আমরা সেভাবে খেলার চেষ্টা করবো। আশা করছি ভালো একটা ম্যাচ হবে।’ 

ফরোয়ার্ড সুরভী আক্তার প্রীতি দিচ্ছেন ভালো খেলার প্রতিশ্রুতি, ‘আমরা খুব ভালো অনুশীলন করছি। কোচ যেভাবে নির্দেশনা দিচ্ছেন, সেটাই করার চেষ্টা করছি। কালকের ম্যাচে খুব ভালো রেজাল্ট করার চেষ্টা করবো। মাঠে নামার সুযোগ পেলে ভালো খেলার চেষ্টা থাকবে।’

অনুশীলনে বাটলারের নির্দেশনা

আরেক ফরোয়ার্ড শাহেদা আক্তার রিপা সরাসরি বলে দিলেন, ম্যাচ জিততে চান, ‘আমরা সবাই সুস্থ আছি এবং ভালো আছি। আজকে অনুশীলন ভালো হয়েছে। কাল ম্যাচ, আমরা প্রস্তুত হয়ে মাঠে নামবো। চেষ্টা করবো ম্যাচটা যেন জিততে পারি। ম্যাচটা জিতলে ইনশাআল্লাহ আমরা কোয়ালিফাই করতে পারবো। সবার কাছে দোয়া চাই।’

গোলকিপিং কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল মেয়েদের ওপর আত্মবিশ্বাস রেখে বলেছেন, ‘আমাদের কোনও চোট সমস্যা নেই। কালকের ম্যাচটি নিয়ে আমরা কাজ করার চেষ্টা করেছি যে ওদের বিপক্ষে কীভাবে খেলবো। কোচ যেভাবে চেয়েছেন, মেয়েরা সেভাবে খেলেছেন। ভালো করেছেন আলহামদুলিল্লাহ। আশা করছি মেয়েরা হতাশ করবেন না।’ 

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
মিয়ানমারে ঋতুপর্ণার অন্যরকম প্রশান্তি
বাহরাইনকে গোলের মালা পরালেও মিয়ানমারকে নিয়ে সতর্ক বাংলাদেশ 
বাহরাইনকে ৭ গোলে হারালো বাংলাদেশ
সর্বশেষ খবর
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
মানুষের কাছে ভোট দেওয়ার মতো নির্ভরযোগ্য বিকল্প বিএনপি ছাড়া অন্যটি নেই: মান্না
মানুষের কাছে ভোট দেওয়ার মতো নির্ভরযোগ্য বিকল্প বিএনপি ছাড়া অন্যটি নেই: মান্না
রংপুর-৪ আসনে এনসিপির এমপি প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা
রংপুর-৪ আসনে এনসিপির এমপি প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা
সরকারবিরোধী বক্তব্য নয়, বিএনপির আলোচনা সভায় আত্মসমালোচনা
সরকারবিরোধী বক্তব্য নয়, বিএনপির আলোচনা সভায় আত্মসমালোচনা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু