কনুইয়ের চোট নিয়েও উইম্বলডনের সেমিফাইনালে সিনার, সামনে জোকোভিচ

সোমবার গ্রিগর দিমিত্রোভের বিপক্ষে কোর্টে বেকায়দায় পড়ে ডান হাতের কনুইয়ে চোট পান ইয়ানিক সিনার। উইম্বলডন থেকেই তার ছিটকে যাওয়ার শঙ্কা জেগেছিল। তবে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সব শঙ্কা উড়িয়ে দাপট দেখালেন তিনবারের গ্র্যান্ড স্লাম জয়ী। 

গত মাসে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে সিনারের কাছে হেরেছিলেন নোভাক জোকোভিচ। মাস গড়াতেই সেই হারের শোধ নেওয়ার সুযোগ সার্ব তারকার। ২৪ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী অন্য কোয়ার্টার ফাইনালে ইতালির ফ্লাবিও কোবোলির বিপক্ষে জিতেছেন ৬-৭ (৬/৮), ৬-২, ৭-৫, ৬-৪ গেমে।

বুধবার ডানবাহুতে সুরক্ষামূলক স্লিভ পরে কোর্টে নামেন সিনার। কিছুটা অস্বস্তি ফুটে উঠেছিল তার নড়াচড়ায়। তবে সেসব পাত্তা দেননি। দশম বাছাই বেন শেলটনকে সরাসরি সেটে হারিয়ে অল ইংল্যান্ড ক্লাবে দ্বিতীয়বার সেমিফাইনালে উঠে গেলেন তিনি।

কোয়ার্টার ফাইনালে ৭-৬ (৭/২), ৬-৪, ৬-৪ গেমে জিতেছেন সিনার। ২৩ বছর বয়সী তারকাকে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হতে হবে সাতবারের চ্যাম্পিয়ন জোকোভিচকে।

শীর্ষ বাছাই সিনার কখনও উইম্বলডন ফাইনালে খেলেননি। তবে প্রথম ইতালিয়ান হিসেবে অল ইংল্যান্ড ক্লাবে একাধিকবার সেমিফাইনালে। আগেরবার শেষ চারে খেলেন ২০২৩ সালে।

এনিয়ে পুরুষ এককে রেকর্ড ১৪তম উইম্বলডন সেমিফাইনালে জোকোভিচ। পেছনে ফেলেছেন রজার ফেদেরারের ১৩ সেমিফাইনালের কীর্তিকে। আর সব মিলিয়ে এটি হতে যাচ্ছে সার্ব তারকার ৫২তম গ্র‍্যান্ড স্লাম সেমিফাইনাল, যা সর্বোচ্চ।