চাপের কারণে মাহমুদউল্লাহর ব্যাটে রান নেই: সামারাবীরা

মাহমুদউল্লাহ (ফাইল ফটো)শেষ ১০ ইনিংস খেলে একটিও হাফ সেঞ্চুরি করতে পারেননি মাহমুদউল্লাহ। নিউজিল্যান্ডে দুই টেস্টের চার ইনিংস মিলিয়ে করেছেন ৮৮ রান। ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ২৮ রান করেই থেমেছেন মাহমুদউল্লাহ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনশেষে ৯ রানে অপরাজিত আছেন তিনি।

চাপে থাকার কারণেই মাহমুদউল্লাহ রান করতে পারছে না বলে জানান বাংলাদেশের ব্যাটিং পরামর্শক থিলান সামারাবীরা। যদিও টেস্টের পঞ্চম দিনে তার কাছ থেকে বড় একটি ইনিংস প্রত্যাশা করেন তিনি।

চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহকে নিয়ে সামারাবীরা বলেছেন, ‘ব্যাটিং নিয়ে তার সঙ্গে আমার অল্প কাজ করা হয়েছে। সত্যি বলতে এই মুহূর্তে মাহমুদউল্লাহ কিছুটা চাপে আছে। আশা করছি কাল সকালের প্রথম আধা ঘণ্টা নিরাপদে কাটিয়ে দেবে সে। আর সেটা করতে পারলে উইকেটে টিকে যাওয়া সহজ হবে।’

দ্বিতীয় ইনিংসে ১০৩ রান তুলতেই বাংলাদেশের তিন ব্যাটসম্যান সাজঘরে ফিরেছেন। এর জন্য অবশ্য ব্যাটসম্যানদের না দুষে ভারতীয় বোলারদের ভালো বলের কথা বলছেন তিনি, ‘অনেক বিষয়ে উন্নতি করার আছে। তবে এই মুহূর্তে আমি বলতে পারি ভারতের বোলারদের দিনটি ভালো গিয়েছে। এই কারণে দিনশেষে আমরা তিনটি উইকেট হারিয়েছি। এই কন্ডিশনে তাদের স্পিনাররা কতোটা ভালো সেটা বুঝতে হবে। কাল সকালের প্রথম এক ঘণ্টা আমাদের ভালো ব্যাটিং করে নিজেদের মানিয়ে নিতে হবে।’

/আরআই/এফএইচএম/