মুশফিকের আঘাত গুরুতর নয়

অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে মুশফিককেমুশফিকের আঘাত গুরুতর নয়। এমআরআই রিপোর্টে তার গুরুতর সমস্যা পাওয়া যায়নি।

মুশফিক বাম পাশের ঘাড়ের নিচের দিকে আঘাত পেয়েছিলেন। হাসপাতালে তার ঘাড়ের এক্সরেতে কোনও সমস্যা পাওয়া যায়নি। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর মুশফিক ড্রেসিং রুমে বসে খেলা দেখেন। তাকে পর্যবেক্ষণে রাখতেও ডাক্তাররা কিছু বলেননি।  এসব তথ্য প্রেস বক্সে এসে জানিয়েছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। তিনি আরও জানিয়েছেন, টেলিভিশনে স্বামীর অবস্থা দেখে মুশফিকের স্ত্রী এখানে ফোন করেছিলেন। মুশফিকের স্ত্রী এখন ঢাকায়। 

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় ৪২.৫ ওভারে টিম সাউদির বল মোকাবিলার সময় মুশফিক বিভ্রান্তিতে পড়েন। বলটি ছিল শর্ট বল। বাউন্সার ভেবে বসে পড়েছিলেন মুশফিক। ওই অবস্থায় ১৩৫ কিলোমিটার গতিবেগের বলটি গিয়ে আঘাত করে মুশফিকের হেলমেটের পেছনে। ব্যাথায় তিনি শুয়ে পড়েন মাটিতে। ওই অবস্থায় মাঠে ঢোকে আ্যাম্বুলেন্স।

মাঠে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাংলাদেশ ক্যাপ্টেনকে নিয়ে অ্যাম্বুলেন্স রওয়ানা হয় ওয়েলিংটন হাসপাতালে। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম অ্যাম্বুলেন্সে মুশফিকের সঙ্গে হাসপাতালে যান।

/এফএইচএম/