মুশফিক-ইমরুলের দৃঢ় মানসিকতায় মুগ্ধ হাথুরুসিংহে

বাস থেকে নেমে অনুশীলনে যাচ্ছেন মুশফিক ও ইমরুলবুধবার বাংলাদেশি সাংবাদিকরা ওয়েলিংটন টেস্টের পর প্রথমবারের মতো প্রধান কোচ হাথুরুসিংহেকে মিডিয়া ব্রিফিংয়ে সামনে পেয়েছিলেন। সেখানেও ঘুরেফিরে আসে চোট প্রসঙ্গ।

শুক্রবারের দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশ দলের আকাশে চোটের কালো মেঘ। টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের চোটাক্রান্ত বুড়ো আঙুলের ব্যথা কমছেই না। তার হাতে নতুন করে চিঁড় ধরা পড়েছে। কিন্তু বুধবার মুশফিককে দেখে তা বোঝার উপায় নেই। বৃষ্টি বিঘ্নিত অনুশীলনে এসেই তিনি কোচকে নিয়ে উইকেট দেখতে মাঠে চলে যান। তাদের অনুসরণ করে মাঠে যান তামিম ইকবাল।

ওয়েলিংটন টেস্টে চোটাক্রান্ত আঙুলটি বাঁচাতে গিয়ে উল্টো ঘাড়ে আঘাত নিয়ে অ্যাম্বুলেন্সে করে মাঠ ছেড়েছিলেন মুশফিক। দুই ওপেনার তামিম-ইমরুল দু’জনেই চোটে আক্রান্ত। আঙুলের চোট নিয়েও তামিম খেলবেন এটা সবাই জানেন। বল লেগে বুকে ব্যথা মমিনুল হকের।

চোট আক্রান্ত দল সম্পর্কে প্রশ্নের জবাবে কোচ বলেন, ‘চোটগুলো সব দুর্ঘটনাবশত। ইচ্ছে করে নয়। এর সবই খেলার অংশ।’ চোট পাওয়া মুশফিক-ইমরুলের প্রশংসা করে কোচ বলেন, ‘ওই রকম একটি দুর্ঘটনার পরও হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সোজা মাঠে চলে এসেছিল মুশফিক। দলের পক্ষে দাঁড়াতে ব্যাট হাতে মাঠে চলে যায় ইমরুল। এসব ভূমিকা খুবই উৎসাহব্যাঞ্জক।’ তবে ক্রাইস্টচার্চে মুশফিক খেলবেন কিনা এ নিয়ে তিনি কোনও আভাস দেননি।

চোট আক্রান্ত ইমরুলের আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট হাতে পাওয়া স্বত্ত্বেও তার ব্যাপারে বুধবারও কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। হয়তো হতাশা ছড়াবে তাই। কোচ বলেছেন, ‘তার খেলার সম্ভাবনা ফিফটি-ফিফটি।’

বুধবার ইমরুল দলের সঙ্গে অনুশীলনে এসেছিলেন। টিম বাস থেকে নেমে তিনি খুঁড়িয়ে হাঁটছিলেন। বৃষ্টি ঝরতে থাকায় কাউকেই অনুশীলনে নামতে হয়নি।

মমিনুল প্রসঙ্গে কোচ বলেন, ‘সে ভালো আছে এবং খেলবে।’ 

/এফএইচএম/