৮ দেশের অংশগ্রহণে ঢাকায় চলছে ডাটা সেন্টার সামিট

 

ডাটা সেন্টার সামিট

আটটি দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু হয়েছে দু’দিন ব্যাপী ডাটা সেন্টার প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক সম্মেলন ও সবুজবান্ধব প্রযুক্তি সম্মেলন।

শুক্রবার ঢাকার ফার্মগেটের কৃষিবিদ ইনিস্টিটিউটে সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবির সভাপতি কবির আহমেদ ভুঁইয়া এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সভাপতি ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মাহফুজুল ইসলাম ও আাইইবির মহাসচিব প্রকৌশলী আবদুস সবুর, পরিবেশবান্ধব প্রযুক্তির আন্তর্জাতিক সংগঠন এশরের বাংলাদেশ শাখার সভাপতি প্রকৌশলী মানস কুমার মিত্র।

কবির আহমেদ ভুঁইয়া বলেন, ডাটা সেন্টার নিয়ে বাংলাদেশের প্রকৌশলীদের অর্জন প্রশংসিত। ডাটা সেন্টার নিয়ে এধরনের সম্মেলনে দেশি বিদেশি প্রকৌশলীরা পরিবেশবান্ধব প্রযুক্তি নিয়ে জ্ঞান বিনিময়ের সুযোগ পাবেন। আমাদের দেশে যেসব ডাটা সেন্টারের কাজ হচ্ছে সেখানে আমাদের স্থানীয় প্রকৌশলীরা আন্তর্জাতিক মান বজায় রাখছেন। বর্তমানে দেশে ৫০০ শতাধিক ডাটা সেন্টার রয়েছে।

বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস), ইনিস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) -এর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিভিশন, ডাটা সেন্টার প্রযুক্তি প্রতিষ্ঠান ডিসিআইকন এবং এশরের বাংলাদেশ চ্যাপ্টারের যৌথ আয়োজনে চলবে দু’দিন ব্যাপী এই প্রযুক্তি আয়োজন।

দেশের প্রকৌশল পেশাজীবিদের শীর্ষ সংগঠনের সভাপতি আয়োজক ডিসি প্রথমবারের মতো এ সম্মেলনে যুক্তরাজ্য, ইতালি, জার্মানি, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, নেদারল্যান্ড, ভারত ও বাংলাদেশের ৩০টি সংশ্লিষ্ট প্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

আয়োজক ডিসি আইকনের প্রধান নির্বাহী মাসুদ পারভেজ বলেন, আমাদের লক্ষ্য তথ্যপ্রযুক্তির বিশাল ক্ষেত্রের একটা অংশ ডাটা সেন্টার নিয়ে কাজ করা যাতে করে আমরা বাংলাদেশের আপামর শিক্ষিত শ্রেণিকে আকৃষ্ট করতে পারি এবং তথ্যপ্রযুক্তির এই খাতকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারি।

আয়োজকরা জানান, সম্মেলনে দেশের ডাটা সেন্টারের ব্যবহারকারীরা তাদের সমস্যার সমাধান পাবেন। যার মাধ্যমে আমাদের দেশের তথ্য প্রযুক্তির খাত আরও সুষ্ঠুভাবে ব্যবহার করতে পারবেন।

আগামী বছরের শেষ ভাগে ডাটা সেন্টার সামিটের দ্বিতীয় আয়োজন ঢাকায় অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা।

/এইচএএইচ/