উদ্যোক্তারা বলবেন তাদের সফল উদ্যোগের কথা

 

বক্তারা বলবেন তাদের সফলতার কথা

দেশের উদ্যোক্তারা তাদের সফল উদ্যোগ নিয়ে কথা বলবেন, জানাবেন কিভাবে তারা সমস্যা সমাধানের উদ্যোগ তথা স্টার্টআপ শুরু করে সফল হয়েছেন। সেই সফলতার কাহিনী পৌঁছে দিয়েছেন বিশ্বদরবারে। আকৃষ্ট করতে সক্ষম হয়েছেন বিনিয়োগকারীদের। বিনিয়োগকারীরা ভেঞ্চার ক্যাপিটাল নিয়ে স্টার্টআপগুলোর পরিসর আরও বিস্তৃত করেছেন।  

আগামীকাল রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত হবে ‘ডিজিটাল স্টার্টআপ সম্মেলন’। দেশীয় উদ্যোক্তারা সেই সম্মেলনে বলবেন তাদের কথা। বেলা ৩টা থেকে শুরু হওয়া এই সম্মেলন চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। আগ্রহী যে কেউ এতে অংশ নিতে পারবেন।

ডিজিটাল স্টার্টআপ সম্মেলনে প্রযুক্তিক্ষেত্রের বেশ কয়েকজন পরিচিত মুখ উপস্থিত থাকবেন। সম্মেলনে বক্তা হিসেবে অংশগ্রহণ করবেন বেসিসের সভাপতি মোস্তাফা জব্বার, বিকাশ -এর প্রধান নির্বাহী কামাল কাদির, বিডিজবস ডট কমের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর, ফেনক্স ক্যাপিটালের জেনারেল পার্টনার শামীম আহসান, গ্রীণ ডেল্টা ইন্সুরেন্সের প্রধান নির্বাহী ফারজানা চৌধুরী, প্রথম আলোর যুব সমন্বয়ক মুনির হাসান, বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি রাসেল টি. আহমেদ, ই-ক্যাবের সভাপতি রাজিব আহমেদ, এমসিসিআই এর পরিচালক হাবিবুল্লাহ এন. করিম, বাগডুম ডট কমের প্রধান নির্বাহী সৈয়দা কামরুন আহমেদ, ডিইউআইটিএস -এর প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল ইমরান।

ডিজিটাল স্টার্টআপ সম্মেলন

সম্মেলনে রকমারি ডট কমের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান সোহাগ, চালডাল ডট কমের প্রধান নির্বাহী ওয়াসিম আলিম, টিম ইঞ্জিনের প্রধান নির্বাহী সামিরা জুবেরী হিমিকা, ফিফোটেক -এর প্রধান নির্বাহী তৌহিদ হোসেন, প্রিয়শপ ডট কমের প্রতিষ্ঠাতা আশিকুল আলম খাঁন, আইটি বাজারবিডি -এর প্রতিষ্ঠাতা শাহাবুদ্দিন রিয়াদ, এসো -এর ব্যবস্থাপনা পরিচালক দিদারুল আলম, বন্ডস্টেইন -এর সহ-প্রতিষ্ঠাতা মীর শাহরুখ ইসলাম, বিল্যান্সার -এর প্রতিষ্ঠাতা শফিউল আলম, চলো ডট কমের প্রধান নির্বাহী দেওয়ান শুভ, ডক্টোরোলার প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল মতিন ইমন, থার্ডবেল এর প্রতিষ্ঠাতা সাব্বির রহমান তানিম, হাঙ্গরিনাকি ডট কমের প্রধান নির্বাহী তাউসিফ আহমেদ,  সিন্দাবাদ ডট কমের প্রধান নির্বাহী জিসান কিংসুক হক, চালডাল ডট কমের সহ-প্রতিষ্ঠাতা জিয়া আশরাফ ও প্রেনিউর ল্যাবের প্রধান নির্বাহী আরিফ নেজামী বলবেন তাদের সফলতার গল্প। এছাড়া আরও বক্তব্য রাখবেন বেসিসের পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল, আইপি ও কপিরাইট ফোরামের প্রতিষ্ঠাতা হামিদুল মিসবাহ, অললাইন প্রেসক্লাবের সভাপতি জানে আলম রাবিদ।

এই সম্মেলনের যৌথ আয়োজক বাফকম (বাংলাদেশ অ্যালায়েন্স ফর ফেয়ার কম্পিটিশন)ও ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি।

সম্মেলন সম্পর্কে ফাহিম মাশরুর বলেন, সম্মেলনে ৩০ জন স্পিকার রয়েছেন। এছাড়া ২০টি উদ্যোগের গল্প বলা হবে সম্মেলনে। তিনি আরও বলেন, মূলত দেশীয় প্রতিষ্ঠানগুলোকে গুরুত্ব দিয়ে এই সম্মেলন আয়োজন করা হয়েছে। তারা কিভাবে সফল হলো, চ্যালেঞ্জগুলো কি ছিল, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর এখনকার অবস্থা ইত্যাদি নিয়ে উদ্যোক্তারা বলবেন। এতে করে তরুণরা অনুপ্রাণিত হবে। এসব উদ্যোগের মাঝে যেসব বিদেশি প্রতিষ্ঠান আসতে চাইছে, তাতে করে সুষ্ঠু পরিবেশের বিঘ্ন ঘটারও আশঙ্কা তৈরি হয়েছে। ফলে একটা প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করা যায় কিনা সেসব নিয়েও সম্মেলনে আলোচনা হবে।

/এইচএএইচ/ 

আরও পড়তে পারেন: ‘আমি স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে সবচেয়ে কম বয়সী সিইও’