‘সুইস অ্যাম্বাসি ২০১৭’ পুরস্কার পেলো রেপটো- এডুকেশন সেন্টার

সিডস্টারস প্রতিযোগিতায় বিজয়ীরাসম্ভাবনাময় স্টার্টআপ সন্ধানের প্রতিযোগিতা ‘সিডস্টারস ঢাকা ২০১৭’ আয়োজনে ‘সুইস অ্যাম্বাসি ২০১৭’ পুরস্কার জিতে নিয়েছে অনলাইনভিত্তিক কোর্সের প্ল্যাটফর্ম রেপটো-এডুকেশন সেন্টার। শনিবার (২৩ সেপ্টেম্বর) মোবাইল অপারেটর গ্রামীণফোনের প্রধান কার্যালয় জিপি হাউজে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সিডস্টারসের এবারের আয়োজনে সেরা স্টার্টআপের পুরস্কার জিতে নেয় সিমেড হেলথ। আর প্রতিযোগিতায় সুইস অ্যাম্বাসি ক্যাটাগরিতে সেরা স্টার্টআপ নির্বাচিত হয় রেপটো-এডুকেশন। এছাড়া, মূল প্রতিযোগিতাতেও রানার-আপ হয় এই অনলাইন প্ল্যাটফর্মটি। রেপটো-এডুকেশনের প্রতিষ্ঠাতা ইশতিয়াক সিয়াম এই পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানের মূল পৃষ্ঠপোষক ছিল জিপি অ্যাকসেলেরেটর এবং মূল স্পন্সর ছিল লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড। এ আয়োজনের সহযোগী হিসেবে আরও ছিল সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং সিলভার স্পন্সর ছিল জেনেক্স ইনফোসিস লিমিটেড।
আরও পড়ুন-
অসলোতে টেলিনর ইয়ুথ ফোরামের জন্য দুই বাংলাদেশি শিক্ষার্থী নির্বাচিত