ভিআর হেডসেট নিয়ে আসছে ফেসবুক

অকুলাস গোসহজে ব্যবহার করা যায় এমন ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর হেডসেট হিসেবে আত্মপ্রকাশ করেছে অকুলাস গো। বৃহস্পতিবার এটি নির্মাণের ঘোষণা দিয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। প্রতিষ্ঠানটি এই প্রথম এমন ডিভাইস তৈরি করলো।
এছাড়া সান্তা ক্রুজ নামের একটি প্রোটোটাইপ (নমুনা সংস্করণ) হেডসেটও প্রদর্শন করেছে সংস্থাটি। এই ডিভাইস ইনসাইড-আউট ট্র্যাকিংয়ের মাধ্যমে কাজ করবে।
অকুলাস গো এবং সান্তা ক্রুজের মাধ্যমে মানুষ আরও সহজে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করতে পারবে বলে জানানো হয়। এই দুটি ডিভাইসকে আরও উন্নত করতে কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে নির্মাতারা।
এটা দিয়ে গেম খেলা, মুভি দেখা যাবে বা বন্ধুদের সঙ্গে হ্যাং আউট করা যাবে। এর দাম ১৯৯ ডলার। আগামী বছরের শুরুতে এর দেখা মিলতে পারে।
সূত্র: ফেসবুক