ইনফো-সরকার প্রকল্প নিয়ে সৃষ্টি জটিলতার অবসান

ইনফো সরকার -৩ইনফো-সরকার (তৃতীয় পর্যায়) প্রকল্প নিয়ে সৃষ্টি জটিলতার অবসান হয়েছে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশন বিটিআরসির মধ্যস্থতায় এই জটিলতার অবসান হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার বিটিআরসিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
ইনফো-সরকার (তৃতীয় পর্যায়) প্রকল্প বাস্তবায়নে এনটিটিএন এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের কাজের আওতার বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদসহ অন্যান্য কর্মকর্তা ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (আইএসপিএবি) কার্যনির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম, সাধারণ সম্পাদক ইমদাদুল হক-সহ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে বিটিআরসির চেয়ারম্যান এইএসপিএবির প্রতিনিধিদের আশ্বস্ত করে বলেন, বিদ্যমান নীতিমালা যথাযথভাবে অনুসরণ করে ইনফো-সরকার প্রকল্পের তৃতীয় পর্যায়ের কাজ বাস্তাবায়ন করা হবে। তিনি আরও বলেন, এনটিটিএন শুধু তাদের লাইসেন্সের আওতাধীন কাজ বাস্তবায়ন করবে এবং একইভাবে আইএসপিগুলো তাদের লাইসেন্সে বর্ণিত নির্ধারিত কাজ বাস্তবায়ন করবে।
বৈঠকের পরে এ বিষয়ে আর কোনও ভুল বোঝাবুঝির অবকাশ নেই বলে আইএসপির প্রতিনিধিরা অভিমত ব্যক্ত করেন। আইএসপিএবি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।
বৈঠকের শেষ পর্যায়ে আইএসপিএবি’র সভাপতি ও সাধরণ সম্পাদক তথ্যপ্রযুক্তি খাতে সরকারের সব কর্মসূচি এবং প্রকল্পের প্রতি ইন্টারনেট সেবাদাতাদের সম্পূর্ণ আস্থা ও সমর্থন আবারও ব্যক্ত করেন।