ঢাকায় তথ্যপ্রযুক্তির চাকরির মেলা শনিবার

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মাইক কাজীরাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) হল অব ফেমে আগামী ১১ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে কাজী আইটি ক্যারিয়ার বুটক্যাম্প। এতে একসঙ্গে ৬ হাজার চাকরি প্রত্যাশী অংশ নিতে পারবেন। সরাসরি অংশগ্রহণসহ দেশের যেকোনও প্রান্ত থেকে ফেসবুক পেজের (facebook.com/kaziitbd) মধ্যেও চাকরি প্রত্যাশীরা অংশ নিতে পারবেন। এর আয়োজক দেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান কাজী আইটি সেন্টার। সহযোগিতায় রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের লিভারেজিং আইসিটি ফর প্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স (এলআইসিটি) প্রকল্প।
মঙ্গলবার এসব তথ্যই জানানো হলো কাওরান বাজারের সফট্ওয়্যার টেকনোলজি  পার্কে অনুষ্ঠেয় আজকে রাজধানীর কাওরান বাজারের জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্কে আয়োজিত সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কাজী আইটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মাইক কাজী, এলআইসিটি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট ও যুগ্ম সচিব সরকার আবুল কালাম আজাদ, কাজী আইটির চিফ অপারেটিং অফিসার জন রিডেলসহ আরও অনেকে।
মাইক কাজী বলেন, অংশগ্রহণকারীদের মধ্যে যাদের যোগ্য মনে হবে তারা সবাই নিয়োগ পাবেন। কাজী আইটির ঢাকার নিকুঞ্জের প্রধান অফিস, ধানমন্ডির শাখা অফিস ও রাজশাহী অফিসে দিবা ও রাতের শিফটে যোগ্যদের নিয়োগ দেওয়া হবে। কাজী আইটি ক্যারিয়ার বুটক্যাম্প আয়োজনে যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা https://goo.gl/haex9P এই লিংকে গিয়ে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন করা যাবে ৮ নভেম্বর পর্যন্ত।