প্রাথমিকভাবে ১০ পৌরসভায় ই-গভর্নমেন্ট চালু হবে: পলক

পলকপ্রাথমিকভাবে ১০টি পৌরসভায় ই-গভর্নমেন্ট চালু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ‘‘দেশে ই-গভর্নমেন্ট মাস্টারপ্ল্যান প্রতিষ্ঠা করতে ‘ডিজিটাল মিউনিসিপালিটি সার্ভিসেস সিস্টেম’ প্রকল্পের আওতায় এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর আওতায় ওইসব পৌরসভায় অনলাইনে হোল্ডিং ট্যাক্স, পানির বিল, কাউন্সিলরের প্রশংসাপত্র, স্বয়ংক্রিয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ এবং ই-ট্রেড লাইসেন্স সেবা থাকবে। যা আগামীতে দেশের সব পৌরসভায় চালু করার পরিকল্পনা আছে।’’

শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উইন্ডি টাউনে ‘ডিজিটাল বাংলাদেশের জন্য ই-গভর্নমেন্ট মাস্টারপ্ল্যান প্রণয়ন’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারে বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত অন সিওং ডু ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক স্বপন কুমার সরকার উপস্থিত ছিলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘জাতিসংঘের ই-গভর্নমেন্ট সার্ভে-২০১৬-তে যুক্তরাজ্য প্রথম ও কোরিয়া তৃতীয় হয়েছে। এছাড়া ১৯৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৪তম। যদিও ওই তালিকায় বাংলাদেশের অবস্থান ভালো না, তারপরও আমি মনে করি আমরা এই খাতে উন্নতি করছি।’

তিনি আরও বলেন, ‘দেশের ই-গভর্নমেন্টের জন্য মাস্টারপ্ল্যান তৈরি করতে কোরিয়ার একজন আমাদের সাহায্য করছেন। ওই মাস্টারপ্ল্যান আমাদের সংস্কৃতি, পরিবেশ, ক্ষমতা এবং প্রয়োজন অনুযায়ী তৈরি করা হবে।’

ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭ এর তৃতীয় দিনে ‘৫ বিলিয়ন এক্সপোট’ শীর্ষক পৃথক সেমিনারে বেসিসের সভাপতি মোস্তফা জব্বার বলেন, ‘দেশের মানবসম্পদকে দক্ষ করে তোলার মাধ্যমে আগামী ২০২১ সালের মধ্যে তথ্য প্রযুক্তি খাতে ৫ বিলিয়ন নয়, ৫০ বিলিয়ন ডলার রফতানি আয় সম্ভব।’

আরও পড়ুন:
ফাইবার অপটিক ক্যাবলে মেরামত সম্পন্ন, টেলিফোন সংযোগ চালু