অ্যাপল আনতে পারে ‘ডুয়াল ডিসপ্লে’

অ্যাপলের লোগোভবিষ্যতে ম্যাকবুক ও আইপ্যাডে ডুয়াল ডিসপ্লে আনতে পারে অ্যাপল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্যাটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিস প্রতিষ্ঠানটিকে এ সংক্রান্ত একটি প্যাটেন্ট দিয়েছে।

প্যাটেন্ট রূপরেখার নথিপত্রে বলা হয়েছে, অ্যাপলের ডিভাইসে কি-বোর্ড হিসেবে দ্বিতীয় আরেকটি ডিসপ্লে ব্যবহার করা হবে। অর্থাৎ প্রচলিত কি-বোর্ড সেখানে থাকবে না। গ্রাহকরা ডিসপ্লের মাধ্যমেই কি-বোর্ডের সব কাজ করতে পারবেন।
প্যাটেন্টে আরও বলা হয়েছে, দুটি ডিসপ্লে ব্যবহারের ফলে একটির মধ্যে যেন আরেকটির প্রতিফলন দেখা না যায় সেজন্য বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হবে। এটাকে সম্ভাবনায় একটি উদ্ভাবন হিসেবে দেখছেন প্রযুক্তিবিদরা।
চলতি বছর নতুন ম্যাকবুক উন্মোচনের কথা রয়েছে অ্যাপলের। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এবার ম্যাকবুক থেকে বাদ দেওয়া হতে পারে প্রচলিত কি-বোর্ড।
অন্যান্য ল্যাপটপ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো বর্তমানে টাচস্ক্রিনের দিকে নজর দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনও ম্যাকবুকে টাচস্ক্রিন দেখা যায়নি। সর্বশেষ ম্যাকবুক কি-বোর্ডের ওপরে ফাংশন কি-এর পরিবর্তে ওএলইডি টাচবার যুক্ত করেছে অ্যাপল।
সূত্র: গেজেটস নাউ