স্মার্টফোনের ক্যামেরা উন্নত করতে গুগলের নতুন ফিচার

গুগলব্যবহারকারীদের অ্যান্ড্রয়েড স্মার্টফোন ক্যামেরাকে আরও উন্নত করতে গুগল লেন্স নামের একটি ফিচার চালু করেছে সার্চ জায়ান্ট গুগল। এই ফিচার একটি স্মার্টফোন ক্যামেরার সার্বিক ক্ষমতাকে আরও বাড়িয়ে দেবে।
গুগল ফটোজের মাধ্যমে ব্যবহারকারীরা ফিচারটি ব্যবহার করতে পারবেন। সম্প্রতি গুগল ফটোজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এমনটিই জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানটি টুইটার পোস্টে জানায়, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা বিভিন্ন কাজ করতে গুগল লেন্স ব্যবহার করতে পারবেন। তবে এজন্য গুগল ফটোজের সর্বশেষ ভার্সনটি ব্যবহার করতে হবে।
গুগল লেন্স ফিচারটি গুগল অ্যাসিসট্যান্টে না থেকে গুগল ফটোজে থাকবে, এই তথ্যটি ব্যবহারকারীদের বারবার গুরুত্ব দিয়ে বলেছে গুগল। অল্প সময়ের মধ্যে এটা আইওএস ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
গুগল লেন্স ফিচার শুরুতে শুধু গুগলের পিক্সেল ফোনে ব্যবহার করা হয়। এই ফিচারটিসহ আরও কিছু ফিচারের কারণে অন্য অনেক ফোনের চেয়ে গুগলের ফোনগুলোর ক্যামেরা ভালো ছিল এবং পিক্সেল ফোনকে অন্য ফোন থেকে সহজেই আলাদা করা যেত।
সূত্র: গেজেটস নাউ