বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস পেলো ৭৬টি প্রকল্প

IMG_2285

জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৮। বৃহস্পতিবার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসে ৩৫টি ক্যাটাগরিতে ৭৬টি প্রকল্পকে পুরস্কৃত করা হয়।

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসের ৬৫০টির বেশি প্রকল্প জমা পড়ে। এর মধ্যে ৩৫টি ক্যাটাগরিতে ৭৬টিকে পুরস্কার দেওয়া হয়। ৩২টি প্রকল্পকে চীনের অ্যাপিকটা অ্যাওয়ার্ডসের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী ৯-১৩ অক্টোবর অনুষ্ঠিতব্য অ্যাপিকটা অ্যাওয়ার্ডসে বাংলাদেশে থেকে যাচ্ছে ৭০ সদস্যের প্রতিনিধিদল।

এবারে ৩৫টি ক্যাটাগরিতে ৭৬ জন প্রতিযোগীদের সম্মানিত করার পাশাপাশি ২৯ জন বিচারক, আয়োজক কমিটির সদস্যদেরও সম্মাননা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সচিব শ্যাম সুন্দর শিকদার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জুয়েনা আজিজ, বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসের আহ্বায়ক দিদারুল আলম, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।