ক্যালিফোর্নিয়ায় নিষিদ্ধ হচ্ছে দুর্বল পাসওয়ার্ড

পাসওয়ার্ডযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ২০২০ সাল থেকে নিষিদ্ধ হচ্ছে সহজ পাসওয়ার্ড। এজন্য শুরুতেই তালিকায় রয়েছে ‘অ্যাডমিন’ (Admin) ও ‘পাসওয়ার্ড’ (Password) শব্দ দুটি। ২০২০ সাল থেকে এই দুটি শব্দ পাসওয়ার্ড হিসেবে অবৈধ বলে ঘোষণা দেওয়া হবে।
ইন্টারনেট সংযোগ দেওয়া যায় এমন সব ডিভাইসের (আইওটি ডিভাইস) জন্য নতুন একটি আইন করেছে ক্যালিফোর্নিয়া প্রশাসন। উচ্চতর নিরাপত্তা নিশ্চিত করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০২০ সাল থেকে কোনও ডিভাইস তৈরি বা বিক্রির আগে এর নির্দিষ্ট মানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এই আইন অনুযায়ী, নতুন তৈরি করা প্রতিটি ডিভাইসের পাসওয়ার্ড ইউনিক হতে হবে। হ্যাকাররা যেন ডিভাইসের কোনও ক্ষতি করতে না পারে এজন্যই এমন নিয়ম করা হয়েছে।
এর আগে সহজে অনুমান করা যায় এমন পাসওয়ার্ডের কারণে অনেক সাইবার হামলা হয়েছে। যেগুলোতে ক্ষয়-ক্ষতির পরিমাণ ছিল অনেক বেশি। ২০১৬ সালে দুর্বল পাসওয়ার্ডের কারণে টুইটার, স্পটিফাই ও রেড্ডিট সাইট অফলাইনে নিয়ে যায় হ্যাকাররা।
বর্তমানে ভিপিএনএফ নামের আরেকটি ম্যালওয়্যারের সাহায্যে সাইবার হামলার আশঙ্কা করা হচ্ছে। এটা দিয়ে ৫ লাখ ডিভাইসের ক্ষতি করা হতে পারে।
সূত্র: বিবিসি