যেভাবে ডিলিট করবেন গুগল প্লাস অ্যাকাউন্ট

গুগল প্লাসপাঁচ লাখ গুগল প্লাস ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের হাতে চলে গেছে বলে স্বীকার করেছে গুগল। তবে সেগুলো অপব্যবহার হয়নি বলে জানিয়েছে তারা।
গুগল প্লাস ব্যবহারকারীদের তথ্য তৃতীয় পক্ষের হাতে যাওয়ার বিষয়টি গুগল জানতে পারে এ বছরের মার্চে। তারপরও এ তথ্য তারা প্রকাশ করেনি। কিন্তু ওয়াল-ট্রিট জার্নাল এক প্রতিবেদনের মাধ্যমে সব ফাঁস করে দেওয়ায় বাধ্য হয়েই স্বীকার করতে হয় গুগলকে।
পাঁচ লাখ ব্যবহারকারীর তথ্য অরক্ষিত হওয়ার ঘটনা জানাজানি হওয়ার পর গুগল প্লাস বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেয় গুগল। প্রক্রিয়াটি সম্পন্ন হতে কিছুদিন সময় লাগবে। তাই নিজের নিরাপত্তা ও সুরক্ষা সম্পর্কে উদ্বেগ থাকলে আপনার গুগল প্লাস অ্যাকাউন্টটি স্থায়ীভাবে ডিলিট করতে পারবেন। এজন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে-
-জিমেইলে প্রবেশ করুন।
-স্ক্রিনের ওপরের দিকে ডানপাশে থাকা প্রোফাইল পিকচারে ক্লিক করুন।
-এটা আপনাকে গুগল প্লাস প্রোফাইলে নিয়ে যাবে।
-এবার বাঁ দিকের সারিতে থাকা সেটিংস অপশনে ক্লিক করুন।
-নিচের দিকে ‘অ্যাকাউন্ট’ সেকশনে গিয়ে ‘ডিলিট ইওর গুগল প্লাস প্রোফাইল সিলেক্ট করতে হবে।
-পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করুন।
-এ পর্যায়ে একটি বক্সের নিচে টিক চিহ্ন দেওয়ার দুটি অপশন আসবে। দুটি অপশনেই টিক চিহ্ন দিন।

-এবার ‘ডিলিট’ বাটনে ক্লিক করুন।

শেষ ধাপে একটা কনফারমেশন স্ক্রিন পাবেন যেখানে নিজের ইচ্ছামতো যেকোনও অপশন সিলেক্ট করে সাবমিট করুন। এর মাধ্যমেই আপনার গুগল প্লাস অ্যাকাউন্ট স্থায়ীভাবে ডিলিট হবে।