আইসিটি বিভাগ পেল অ্যাসোসিও পুরস্কার

অ্যাসোসিও অ্যাওয়ার্ডতথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনস্থ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) বাস্তবায়নাধীন জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন (ইনফো-সরকার তৃতীয় পর্যায়) শীর্ষক প্রকল্প আইসিটি খাতের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘অ্যাসোসিও-২০১৮ ডিজিটাল গভর্নমেন্ট অ্যাওয়ার্ড’ লাভ করেছে। এটি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আইসিটি খাতে সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার।
জাপানে অনুষ্ঠিত অ্যাসোসিও ডিজিটাল সামিট-২০১৮-এ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)বিভাগের পক্ষে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব গত ৮ নভেম্বর পুরস্কারটি গ্রহণ করেন।
ইনফো-সরকার তৃতীয় পর্যায় প্রকল্প বাংলাদেশের ২ হাজার ৬০০ ইউনিয়নে গ্রামের সাধারণ মানুষের কাছে ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উচ্চগতির ইন্টারনেট অবকাঠামো তৈরির স্বীকৃতিস্বরূপ ডিজিটাল অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে এই পুরস্কার লাভ করেছে।