ইউনেস্কো এমজিআইইপি’র গভর্নিং বোর্ডের সদস্য হলেন সোনিয়া বশির কবির

১২ সদস্যের গভর্নিং বডিভারতের নয়াদিল্লির মহাত্মা গান্ধী ইন্সটিটিউট অব এডুকেশন ফর পিস অ্যান্ড সাসটেইনেবিলিটি ডেভেলপমেন্ট (এমজিআইইপি)-এর গভর্নিং বোর্ডের সম্মানিত সদস্য হিসেবে মনোনিত হয়েছেন মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির। আগামী চার বছর তিনি সংস্থাটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।    

গভর্নিং বোর্ডের সদস্য হিসেবে সংস্থার সাধারণ নীতি ও পরিচালনা সংক্রান্ত কর্মকাণ্ড, সংস্থার বিভিন্ন প্রোগ্রাম ও বার্ষিক বাজেট, এ অঞ্চলের সদস্য রাষ্ট্রগুলোর চাহিদা অনুযায়ী কর্মকাণ্ড নিশ্চিতকরণ, বাস্তবায়ন এবং সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব পালন করবেন সোনিয়া বশির কবির।   

এ প্রসঙ্গে সোনিয়া বশির কবির বলেন, ইউনেস্কো এমজিআইইপি’র গভর্নিং বোর্ডের একজন সদস্য মনোনিত হতে পারাটা আমার জন্য অত্যন্ত সম্মানের। বিশ্বের শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে মনোসামাজিক শিক্ষার টেকসই উন্নয়নে আমরা কাজ করবো।     

২০১২ সালে ইউনেস্কো’র ক্যাটাগরি-১ এর গবেষণা সংস্থা হিসেবে ‘দ্য ইউনেস্কো এমজিআইইপি’ প্রতিষ্ঠা করা হয় এবং এশিয়া ও প্যাসিফিক অঞ্চলে এটিই একমাত্র সংস্থা। শান্তি ও টেকসই উন্নয়নের জন্য শিক্ষার ক্ষেত্রে ৪.৭ লক্ষ্যমাত্রা অর্জনে ইউনেস্কো’র গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে সংস্থাটি।         

নিজেদের কর্মদক্ষতা ও ব্যক্তিগত সক্ষমতার পরিচয় দিয়ে উল্লেখিত পরিচালনা পর্ষদের ১২ জন সদস্য মনোনিত হয়েছেন। ১২ জনের মধ্যে সাতজনই এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ইউনেস্কো সদস্য রাষ্ট্র থেকে মনোনিত হয়েছেন।