চীনের গুয়াংজু এয়ারপোর্টে ফাইভ-জি

এয়ারপোর্টে ফাইভ-জিচীনের দক্ষিণে গুয়াংজু বাইয়ুন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ফাইভ-জি নেটওয়ার্ক চালু করা হয়েছে। এটাই দেশটির প্রথম ও একমাত্র ফাইজ-ভি সাপোর্টেড এয়ারপোর্ট। চীনের রাষ্ট্রায়াত্ত্ব সংবাদ সংস্থা জিনহুয়া নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম গেজেটস নাউ।
গেজেটস নাউয়ের ওই প্রতিবেদনে বলা হয়, এয়ারপোর্টে ফাইভ-জি চালু হওয়ায় এই নেটওয়ার্কের আওতাধীন সবাই প্রতি সেকেন্ডে ১ দশমিক ১৪ জিবিপিএস (গিগাবিটস পার সেকেন্ড) পর্যন্ত গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবে।
ফাইভ-জি-ভিত্তিক এই এয়ারপোর্ট চালু করেছে ‘চায়না ইউনিকম’-এর গুয়াংজু শাখা। এতে হুয়াওয়ের ফাইভ-জি ল্যাম্পসাইট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তির সাহায্যে ভালোমানের ইন্টারনেট কাভারেজ পাওয়া যাবে।
গুয়াংজু বাইয়ুন চীনের দক্ষিণাঞ্চলের অন্যমত প্রধান এয়ারপোর্ট। এর সঙ্গে ৯০টিরও বেশি আন্তর্জাতিক এবং আঞ্চলিক রুটের যোগাযোগ আছে। ২০১৭ সালে এই এয়ারপোর্টে ৬৫ দশমিক ৮ মিলিয়ন যাত্রী ওঠা-নামা করেছেন।
প্রসঙ্গত, চীনের সব এয়ারপোর্টে ফাইভ-জি ইন্টারনেট চালু করা হবে। ইতোমধ্যে এই প্রকল্পের প্রাথমিক কাজ শেষ করেছে তারা। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক বছরের মধ্যেই চীনের সব এয়ারপোর্ট এই সুবিধার আওতায় আসবে।