তথ্যপ্রযুক্তিখাতে বিনিয়োগ উৎসাহিত করতে সিলিকন ভ্যালি সফরে পলক

ইন্টেল কার্যালয়ে জুনাইদ আহেমদ পলকতথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক ১৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সানফ্র্যান্সিসকোতে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেল ও তরুণ উদ্যোক্তাদের সহায়তাকারী প্রতিষ্ঠান ম্যাকসকেন ভেঞ্চারের প্রধান কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি ইন্টেল’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জিম কেলার ও ম্যাকসকেন ভেঞ্চারের ভাইস প্রসিডেন্ট জেনিফার কার্টার’র সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেন। ইন্টেল ও ম্যাককেসন ভেঞ্চারের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। 

প্রতিমন্ত্রী তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে বাংলাদেশ সরকার গৃহীত ও বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম বিশেষ করে স্টার্টআপ ও আইডিয়া প্রকল্প বিষয়ে তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

তিনি আসিটি খাতের বিকাশে ইন্টেল’র প্রযুক্তিগত ও কারিগরি সহায়তা এবং নলেজ শেয়ারিং’র ওপর গুরত্বরোপ করেন। এছাড়া তিনি তরুণ উদ্যোক্তাদের টেকসই ব্যবসায়িক সহায়তার লক্ষে সানফ্র্যান্সিসককোর ভেঞ্চার কর্তৃপক্ষকে ব্যবসাবান্ধব টেকসই কার্যক্রম গ্রহণের অনুরোধ জানান।   

এছাড়াও পলক ইন্টেল’র টেকনোলজি, সিস্টেম আর্কিটেকচার, ক্লায়েন্ট গ্রুপ ও ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন বিভাগের কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রসঙ্গত, বাংলাদেশের তথ্যপ্রযুক্তিখাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে বিনিয়োগ উৎসাহিত করতে জুনাইদ আহমদ পলক যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালি সফর করছেন।