নিরাপত্তা ত্রুটি দূর করলো হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপআইফোন ব্যবহারকারীদের জন্য একটি ব্যক্তিগত নিরাপত্তা ত্রুটি দূর করেছে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এতে আইফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা আর কোনও ঝুঁকিতে পড়বেন না।
ভারতের প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম গেজেটস নাউ জানায়, হোয়াটসঅ্যাপের আইওএস অ্যাপে একটি ত্রুটি ছিল। ওই ত্রুটির মাধ্যমে ফেস আইডি কিংবা টাচ স্ক্রিন লক সহজেই অন্যকেউ হ্যাক করতে পারতেন। অর্থাৎ একজনের ফেসআইডি কিংবা টাচ স্ক্রিন লক অন্যজন খুলতে পারতেন যা ব্যক্তিগত নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের হুমকি ছিল।
মূলত এই হুমকিই সমাধান করলো ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। এ সম্পর্কে হোয়াটসঅ্যাপ জানায়, অ্যাপলের অ্যাপ স্টোরে হোয়াটসঅ্যাপের একটি আপডেটেড ভার্সন পাওয়া যাচ্ছে। এটা ব্যবহার করলেই গ্রাহকরা ঝুঁকিমুক্ত থাকবেন।
কিছুদিন আগে আইওএস ব্যবহারকারীদের জন্য নিরাপত্তার ক্ষেত্রে নতুন একটি ফিচার যুক্ত করে হোয়াটসঅ্যাপ। ওই ফিচার ছিল মূলত ফেস আইডি কিংবা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে হোয়াটসঅ্যাপে প্রবেশ করার পদ্ধতি। কিন্তু এটাতেই এক পর্যায়ে ত্রুটি দেখা দেয়।
গত সপ্তাহের শুরুতে একজন ব্যবহারকারী প্রথম এই ত্রুটির সন্ধান পান। পরবর্তীতে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষও ত্রুটির বিষয়টি স্বীকার করে নেয়। অবশেষে দ্রুততম সময়ের মধ্যে এর সমাধান করলো তারা।