সিম্ফনি ‍নিয়ে এলো দুটি স্মার্টফোন

সিম্ফনি নিয়ে এলো দুটি স্মার্টফোনসিম্ফনি বাজারে নিয়ে এলো নতুন দুটি স্মার্টফোন। সিম্ফনি আই৬৫ ও সিম্ফনি আর৪০ মডেলের স্মার্টফোন দুটি (রবিবার) রাজধানীর নিকেতনে সিম্ফনির হেড অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে অবমুক্ত করা হয়।  স্মার্টফোন দুটি উদ্বোধন করেন এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশিদ, জ্যেষ্ঠ পরিচালক মাকসুদুর রহমান প্রমুখ।

সিম্ফনি আই৬৫ অ্যান্ড্রয়েড ৮.১ গো ও ডুয়াল ফোরজি সমৃদ্ধ স্মার্টফোনে আছে ৫.৪৫ ইঞ্চি ফুল ভিশন আইপিএস ২.৫ডি ডিসপ্লে। এতে রয়েছে ১ জিবি র‍্যাম ও ৮ জিবি স্টোরেজ। মেমরি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে ৬৪ জিবি পর্যন্ত।  এর বিশেষ ফিচারের মধ্যে রয়েছে ডুয়াল ফোরজি স্ট্যান্ডবাই, ডুয়াল ফ্ল্যাশ, নটিফিকেশন লাইট, ওয়ান হ্যান্ড অপারেশন এবং ওটিজি।

সিম্ফনি আর৪০ সেটে আছে অ্যান্ড্রয়েড পাই ৯.০। আছে ৫.৪৫ ইঞ্চি ফুল ভিশন আইপিএস ২.৫ ডি ডিসপ্লে, অন স্ক্রিন নেভিগেশন বাটন, ১ জিবি র‍্যাম ও ৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ। স্পেশাল ফিচার হিসেবে এতে থাকছে ফিঙ্গার প্রিন্ট সিকিউরিটি, ফেস আনলক, ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে ছবি তোলার সুবিধা। দুটি ফোনই সিম্ফনির যেকোনও আউটলেটে পাওয়া যাবে ৬ হাজার ১৯০ টাকায়।