গ্রামীণফোনের রাজস্ব ও গ্রাহক বেড়েছে

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান২০১৯ সালের প্রথম ছয় মাসে গ্রামীণফোনের রাজস্ব আয় করেছে ৭ হাজার ৯০ কোটি টাকা যা গত বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৬ ভাগ বেশি। একই সময়ে মোট গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৫৩ লাখ।

সোমবার (১৫ জুলাই) মোবাইল অপারেটরটি প্রকাশিত এই বছরের প্রথম ছয় মাসের ব্যবসায়িক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ছয় মাসে প্রতিষ্ঠানটির নেটওয়ার্কে ১৩ লাখ নতুন গ্রাহক যোগ দিয়েছে। একই সময়ে গ্রামীণফোন ১৬ লাখ নতুন ইন্টারনেট গ্রাহক পেয়েছে। গ্রামীণফোনের মোট গ্রাহক সংখ্যার মোট ৫২ দশমিক ৮ শতাংশ এখন ইন্টারনেট ব্যবহার করছে।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী মাইকেল ফোলি বলেন, চ্যালেঞ্জিং ব্যবসায়িক পরিবেশ থাকার পরও ২০১৯ সালের প্রথম ছয় মাসে শক্তিশালী ফল অর্জন করেছি। এ সময়ে আমরা ফোরজি নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকায়নে গুরুত্ব দিয়েছি। জুন মাসের শেষ নাগাদ বাংলাদেশের ৬২ শতাংশ জনসংখ্যা গ্রামীণফোনের ফোর-জি নেটওয়ার্কের আওতায় এসেছে। এই বছরের দ্বিতীয় প্রান্তিকে কর পরবর্তী মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ৯৬০ কোটি টাকা বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।