পুরস্কার পেলো এরিনাফোন বিডির রিচ ফ্লিট

পুরস্কার নিচ্ছেন এরিনাফোন বিডির ব্যবস্থাপনা পরিচালক ফজলে রাব্বিবেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড-২০১৯ পেলো এরিনাফোন বিডি লিমিটেড। প্রতিষ্ঠানটির ‘রিচ ফ্লিট’ পণ্যটি ইন্ডাস্ট্রিয়াল ট্রান্সপোর্ট ক্যাটাগরিতে সেকেন্ড রানারআপ হয়েছে।


শনিবার (১২ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)তৃতীয়বারের মতো এই অ্যাওয়ার্ডের আয়োজন করে।

এ আয়োজনে যারা বিজয়ী হয়েছেন সে সব প্রতিষ্ঠান অ্যাপিকটা অ্যাওয়ার্ডসে বাংলাদেশের প্রতিযোগী হিসেবে মনোনীত হয়েছে।

এরিনা ফোন বিডির ব্যবস্থাপনা পরিচালক ফজলে রাব্বি বলেন,আমাদের এই রিচ ফ্লিট পণ্যটি একটি টোটাল ট্রান্সপোর্ট, ভেহিকেল বা ফ্লিট ম্যানেজমেন্ট সলিউশন। এটি ব্যবহার করে যেকোনও প্রতিষ্ঠানের ট্রান্সপোর্ট ব্যবহারের খরচ ৩০ থেকে ৪০ শতাংশ কমানো সম্ভব। বেসিস আমাদের এই সলিউশনটিকে পুরস্কৃত করায় আমরা গর্বিত। ভবিষ্যতে আরও নতুন কোনও উদ্ভাবনী আইডিয়া ও সলিউশন নিয়ে আসবে এরিনাফোন বিডি।